পর্দায় দাদাসাহেব ফালকে হচ্ছেন আমির! আবারও জুটি বাঁধছেন রাজকুমার হিরানির সঙ্গে

পর্দায় দাদাসাহেব ফালকে হচ্ছেন আমির! আবারও জুটি বাঁধছেন রাজকুমার হিরানির সঙ্গে

খেলাধুলা/SPORTS
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের রাজকুমার হিরানি ও আমির খানের যুগলবন্দি। এবার ভারতীয় চলচ্চিত্র জগতের পথিকৃৎ ‘দাদাসাহেব ফালকে’- এর বায়োপিক নির্মাণ করবেন তাঁরা। বৃহস্পতিবার এমনই খবর শোনা গেল। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, একটি বিজ্ঞপ্তিতে এমনটা জানানো হয়েছে।

ছবির কাজ শুরু হবে চলতি বছরের অক্টোবরেই। আপাতত ‘মিস্টার পারফেকশনিস্ট’ ব্যস্ত তাঁর আগামী ছবি ‘সিতারে জমিন পর’-এর মুক্তি নিয়ে। এই ছবি মুক্তি পাওয়ার পরই নতুন এই ছবির চরিত্র নিয়ে কাজ শুরু করবেন আমির। এমনটাই মনে করা হচ্ছে। ২০০৯ সালে ‘থ্রি ইডিয়টস’ ও ২০১৪ সালে ‘পিকে’ ছবির পর এবার হ্যাটট্রিক করতে চলেছে রাজকুমার হিরানি ও আমির খানের যুগলবন্দি। অনুরাগীরা আশায় বুক বাঁধছেন, এবারও আগের দু’টি ছবির মতোই বক্স অফিসে ঝড় তুলবেন দুই শিল্পী।

ঢুন্ডিরাজ গোবিন্দ ফালকেকেই সকলে দাদাসাহেব ফালকে নামে চেনেন। ভারতীয় ছবির এইপথিকৃৎ এক আলদা মাত্রা যোগ করেছিলেন এদেশের চলচ্চিত্রে। ১৯১৩ সালে মুক্তি পেয়েছিল তাঁর পরিচালিত ছবি ‘রাজা হরিশচন্দ্র’। যা প্রথম ভারতীয় পূর্ণ দৈর্ঘ্যের ছবি। এছাড়াও তাঁর উল্লেখযোগ্য ছবিগুলি হল, ‘লঙ্কা কাণ্ড’, ‘শ্রীকৃষ্ণজন্ম’ ও ‘কালীয় মর্দন’। ১৯৬৯ সালে তাঁর প্রতি সম্মান প্রদর্শনে তৎকালীন ভারত সরকারের উদ্যোগে শুরু হয় ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার প্রদান। যা এদেশের চলচ্চিত্র জগতের সর্বোচ্চ সম্মান।

দাদাসাহেব ফালকের ভারতীয় চলচ্চিত্র জগতের প্রতি অবদান, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও নিজের সিদ্ধান্তে স্থির থেকে এদেশের চলচ্চিত্রকে এক আলাদা মানে উন্নীত করা এবং সেজন্য তাঁকে যে ওঠাপড়ার মধ্যে দিয়ে যেতে হয়েছিল সেসব কিছুই তুলে ধরা হবে এই ছবিতে। শোনা যাচ্ছে, পরিচালক রাজকুমার হিরানি-সহ চিত্রনাট্যকার হিন্দুকুশ ভরদ্বাজ ও আবিষ্কার ভরদ্বাজ এই ছবির চিত্রনাট্য নিয়ে গত চার বছর ধরে কাজ করেছেন। সবকিছু ঠিক থাকলে চলতি বছরেই শুরু হবে এই ছবির কাজ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *