‘পরমা কে হরিদাস পাল?’, ‘ডাইনি যাত্রা টাইপ’ বলে কটাক্ষ করায় কড়া জবাব যাত্রাশিল্পী কাকলির

‘পরমা কে হরিদাস পাল?’, ‘ডাইনি যাত্রা টাইপ’ বলে কটাক্ষ করায় কড়া জবাব যাত্রাশিল্পী কাকলির

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকদিন আগেই হইচই প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে মিমি চক্রবর্তী অভিনীত ‘ডাইনি’ ওয়েব সিরিজটি। নির্ঝর মিত্র পরিচালিত এই সিরিজ একপ্রকার দর্শক মহলে সাড়া ফেলে দিয়েছে। কিন্তু সেই সিরিজ দেখেই সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন টলিপাড়ার ‘রোজগেরে গিন্নি’ পরমা বন্দ্যোপাধ্যায়। তবে তাঁর কটুক্তির ভাষা নিয়ে আবার বাংলা বিনোদুনিয়ায় শোরগোল। ‘ডাইনি’ না-পসন্দ হওয়ায় পরমা সিরিজটিকে ‘যাত্রা টাইপ’ বলে কটাক্ষ করেছিলেন। এবার সেই প্রেক্ষিতেই পালটা সুর চড়ালেন বর্তমান যাত্রাসম্রাজ্ঞী কাকলি চৌধুরী।

পরমার পোস্টের কমেন্ট বক্সেই এই ‘যাত্রা টাইপ’ বলে দেগে দেওয়ার প্রতিবাদ করেছেন কাকলি। তিনি লিখেছেন, “রোজগেরে গিন্নির সঞ্চালক শ্রদ্ধেয়া পরমা বন্দ্যোপাধ্যায়। উনি ওয়েব সিরিজ ডাইনির রিভিউ লিখতে গিয়ে সেটা অতি জঘন্য হয়েছে, দেখা যায় না, হইচই সাবস্ক্রাইব করতে নিষেধ করেছেন মানুষজনকে। কেন? কারণ এটা খারাপ সিরিজ। একদম ‘যাত্রা টাইপে’র এটাও বলে ফেললেন। যাত্রা মায়ের প্রচুর সন্তান আছেন যাঁরা মায়ের এই অপমান মেনে নেন না। ভবিষ্যতে সাবধানে কলম চালাবেন।” এখানেই অবশ্য থামেননি তিনি। পরমাকে তোপ দেগে কাকলির মন্তব্য, “জীবনের অধিকাংশ সময়টা ঠান্ডা ঘরে কাটিয়ে দেওয়া মানুষ আপনি। আপনি যাত্রার কী বোঝেন? যাত্রার কষ্টের ব্যাপারে কী জানেন? হিম্মত আছে, ৩ ঘণ্টা শুকনো কাঠের স্টেজের উপর অভিনয় করে খোলা আকাশের নিচে, ভিজে মাটিতে, ধানের গোঁজের উপর শুধু গান না, অভিনয়ের সঙ্গে নাচ-গান করে দর্শক বসিয়ে রাখার? তাই ভেবে কলম ধরুন। আপনি যাত্রাকে অসম্মান না করলে আপনার পোস্টে কমেন্ট করার কোনও রুচি ছিল না আমার।”

এপ্রসঙ্গে এক সংবাদমাধ্যমের কাছে প্রতিক্রিয়া দিতে গিয়ে যাত্রীশিল্পী কাকলি পালটা প্রশ্ন ছুড়েছেন, “ঠান্ডা ঘরে বসে উনি যাত্রাশিল্পীদের অপমান করছেন কোন সাহসে? আমি তো যাত্রাশিল্পী হিসেবে প্রতিবাদ করবই। ‘যাত্রা টাইপ’ কথাটার মানে কী? যাত্রা নিয়ে কথা বলার, পরমা বন্দ্যোপাধ্যায় কে হরিদাস পাল?” ঠিক কী লিখেছিলেন পরমা, যারল জেরে এত বিতর্ক? গায়িকা তথা সঞ্চালিকা লেখেন, “হইচই অ্যাপটা ফোন থেকে ডিলিট করে দিয়েছিলাম বহুকাল আগে। ডাইনি ওয়েব সিরিজের ভুরিভুরি হাইপ আর কিছু ইউটিউবারের প্রশংসা শুনে আমিও ৪৯৯ টাকায় বোকা বনে গেলাম। মেরেকেটে, অতি কষ্টে ৩টে এপিসোড অবধি! তারপর ব্যাস! আর না! দু’ একজন ভালো অভিনেতা আছেন, কিন্তু তাঁদের অভিনয় দেখানোর স্কোপ খুবই কম। প্রধান অভিনেত্রী এত বেশি লিপ ফিলিং করিয়েছেন যে ডায়ালগ বলতে গিয়ে ঠোঁটটা খুলছেও না ভালো করে। ইনি এক সময় গানের ওপারে সিরিয়ালে পুপের ভূমিকায় ছিলেন। ওনার অভিনয়ে আমরা মুগ্ধ হতাম, ভাবতে কেমন লাগে! সিরিজটা যতটুকু দেখলাম, খুব জঘন্য লাগলো। যাত্রা টাইপ। সামাজিক পালা। টোটাল ওয়েস্ট অফ মানি।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *