সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২০ সালে ভারত-চিন যুদ্ধের প্রেক্ষাপটে সলমনের নতুন ছবি ‘ব্যাটল অফ গালওয়ান’র শুটিং চলছে জোরকদমে। এর আগে পরিচালক অপূর্ব লাখিয়া লাদাখে শুটিংয়ের ছবি শেয়ার করে নিয়েছিলেন সোশাল মিডিয়ায়। লাদাখের শুটিংয়ের পর এবার শুরু হল ছবির দ্বিতীয় অংশের শুটিং। মঙ্গলবার এই ছবির লুকেই সোশাল মিডিয়ায় ধরা দিলেন ভাইজান।
হাতে ক্ল্যাপস্টিক, গায়ে উর্দি, দৃঢ়প্রতিজ্ঞ চোখে ছবির ফার্স্ট লুক শেয়ার করলেন এদিন সলমন। যা দেখে রীতিমতো ভক্তদের চমকে দিলেন সুপারস্টার। ক্যাপশনে লিখেছেন, ব্যাটল অফ গালওয়ান।’ সলমনের এই লুক প্রকাশ্যে আসতেই হইচই শুরু হয়েছে নেটপাড়ায়। বরাবরের মতো সলমনের ভক্তরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছে তাঁকে। জানা যাচ্ছে, এই মুহুর্তে লেহতে চলছে ছবির শুটিং। সলমনের ওই পোস্টে কমেন্ট করে নেটিজেনরা বলেছেন, ‘সুলতান ফিরে এসেছে’, কেউ আবার লিখেছেন, ‘ব্লকবাস্টার লোডিং’।
View this put up on Instagram
উল্লেখ্য, সলমনের এই ছবির জন্য মুখিয়ে রয়েছেন তাঁর অনুরাগীরা। যা দেখে দর্শকের মধ্যে এক আলাদা উন্মাদনা শুরু হয়েছে। ২০২০ সালের জুন মাসে ভারত-চিন যুদ্ধের প্রেক্ষাপটে বোনা হচ্ছে এই ছবির গল্প। এই ছবিতে সলমনকে দেখা যাবে কর্নেল বি সন্তোষবাবুর চরিত্রে। যিনি এই যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন। উল্লেখ্য এমন এক চরিত্রে অভিনয়ের জন্য নিজেকে দীর্ঘদিন ধরে প্রস্তুত করেছেন ভাইজান। কোনও ত্রুটি রাখতে চাননি। বলা ভালো কোনও আপোস করতে চাননি। বিশেষভাবে ফিটনেসের দিকে মন দিয়েছিলেন সলমন। খাদ্যাভ্যাসে এনেছিলেন পরিবর্তন। এবং একইসঙ্গে মন দিয়েছেন তাঁর এই ছবির চরিত্রে। বলা ভালো প্রতিবছর ইদে নতুন ছবি নিজের দর্শকদের উপহার দেন সলমন। এবার নতুন চরিত্রে নতুন অবতারেসলমনকে দেখার জন্য তাই চলছে তাঁর অনুরাগীদের মধ্যে কাউন্টডাউন পর্ব। সলমন খান ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন চিত্রাঙ্গদা সিং প্রমুখ।