সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়ান কাপের বাছাই পর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে হার সম্ভবত সাম্প্রতিক অতীতে ভারতীয় ফুটবলকে সবচেয়ে বড় ধাক্কাটা দিয়ে গিয়েছে। এই হারের পর একদিকে যেমন ভারতীয় ফুটবল মহল রীতিমতো বিধ্বস্ত, অন্যদিকে তেমনই এশিয়ান কাপের মূল পর্বে খেলার সম্ভাবনাও রীতিমতো ক্ষীণ হয়েছে সুনীলদের। তবে ক্ষীণ হলেও সেই সম্ভাবনা শূন্য নয়।
এই মুহূর্তে এশিয়ান কাপের বাছাই পর্বের তৃতীয় রাউন্ডের গ্রুপ সি-তে সবার শেষে রয়েছে টিম ইন্ডিয়া। এমনকী বাংলাদেশও রয়েছে ভারতের উপরে। এ পর্যন্ত দুটি ম্যাচ খেলে একটিতে ড্র অপরটিতে হারের মুখ দেখতে হয়েছে সুনীল ছেত্রীদের। অন্যদিকে বাংলাদেশও সমসংখ্যক ম্যাচ খেলে সমান পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। হংকং ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে রয়েছে তৃতীয় স্থানে। সিঙ্গাপুরও ২ ম্যাচে ৪ পয়েন্ট সংগ্রহ করেছে। তবে গোলপার্থক্য ভালো থাকায় তারা শীর্ষস্থানে।
ভারত এ পর্যন্ত বাংলাদেশের সঙ্গে হোম ম্যাচে ড্র করেছে এবং হংকংয়ের কাছে অ্যাওয়ে ম্যাচে হারের মুখ দেখেছে। এখনও সিঙ্গাপুরের বিরুদ্ধে হোম ও অ্যাওয়ে ম্যাচ, হংকংয়ের বিরুদ্ধে হোম ম্যাচ এবং বাংলাদেশের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলবে। এশিয়ান কাপে খেলতে হলে শেষের এই চার ম্যাচের চারটিই জিততে হবে সুনীল ছেত্রীদের। সেটা হলে ১৩ পয়েন্টে পৌছবে ভারতীয় দল। ভারত সবকটা ম্যাচ জিতলে হংকং ছাড়া আর কোনও দল ১৩ পয়েন্ট পর্যন্ত পৌঁছতে পারবে না। সেক্ষেত্রে হংকংয়ের থেকে ভালো গোলপার্থক্য থাকতে হবে ভারতের। তাহলেই গ্রুপে শীর্ষে থেকে ভারত চলে যাবে এশিয়ান কাপের মূল পর্বে।
তবে ভারত কোনওভাবেই শেষ চার ম্যাচে আর পয়েন্ট নষ্ট করতে পারবে না। বস্তুত প্রতিপক্ষের যা মান তাতে পয়েন্ট নষ্ট করার কথাও নয়। তবে এরপর যদি ভারতীয় দল পয়েন্ট নষ্ট করে তাহলে অন্যান্য দলের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে সুনীল ছেত্রীদের।