পক্ষাঘাতে শেষ হয়ে যেতে পারত কেরিয়ার! অসহনীয় যন্ত্রণার কথা প্রকাশ্যে আনলেন শ্রেয়স

পক্ষাঘাতে শেষ হয়ে যেতে পারত কেরিয়ার! অসহনীয় যন্ত্রণার কথা প্রকাশ্যে আনলেন শ্রেয়স

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পিঠের চোটের কারণে তাঁর কেরিয়ার প্রায় শেষ হয়ে যাচ্ছিল। এমনকী পক্ষাঘাতও তাঁকে চরম ভুগিয়েছে! এমন কথাই সম্প্রতি প্রকাশ্যে এনেছেন শ্রেয়স আইয়ার।

৩০ বছরের এই ক্রিকেটার বলেন, “একটা সময় যে যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েছি, তা অনেকেই কল্পনাও করতে পারবেন না। পিঠের চোটে কবু তো ছিলামই। সঙ্গে এক পায়ে পক্ষাঘাতও হয়েছিল। পিঠের চোটের অস্ত্রোপচার হয়েছিল রড দিয়ে। তাই কিছুটা সামলানো গিয়েছিল। কিন্তু পক্ষাঘাতের যন্ত্রণা অসহনীয়। তা অনেকেই ভাবতে পারবেন না।”

প্রায় এক বছর ধরে সেরে ওঠার লড়াই চালিয়েছিলেন শ্রেয়স। চোটে যখন নাজেহাল, সেই সময়েই বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েন। সেই সময় তাঁকে ‘বিশৃঙ্খল’ তকমাও দেওয়া হয়। শ্রেয়সের মন্তব্য, “অনেকেই ক্রিকেটারদের যন্ত্র মনে করেন। তাঁদের ধারণা, প্রত্যেক ম্যাচে নিজের সর্বস্ব দিতে হবে। তাঁরা বোঝেন না, কতটা আঘাত তাঁকে সইতে হয়।”

ইংল্যান্ডের বিরুদ্ধে বিগত টেস্ট সিরিজের ভারতীয় দলে জায়গা হয়নি। আসন্ন এশিয়া কাপের টিমেও জায়গা হয়নি শ্রেয়স আইয়ারের। এই প্রসঙ্গে তিনি বলেছিলেন, “বিষয়টা খুবই হতাশাজনক। যখন আপনি জানেন যে, আপনি দলে থাকার যোগ্য, প্রথম একাদশে থাকারও যোগ্য। সেটা বুঝতে পারলে আরও বিরক্ত লাগে। কিন্তু একই সঙ্গে এটাও মনে করি, আমারই মতো আরেকজন কেউ পারফর্ম করছে। ধারাবাহিকভাবে ভালো খেলেছে দলকে সাহায্য করছে। তাঁদের পাশে থাকা উচিত। আর আসল উদ্দেশ্য হল, দলের জয়। যখন দল জিতছে, তখন সবাই খুশি।”

উল্লেখ্য, ২০১৭ সালের নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় শ্রেয়সের। ৫১টি টি-টোয়েন্টিতে ১১০৪ রান রয়েছেন তাঁর। তাছাড়াও ৭০টি ওয়ানডে ম্যাচে তিনি ২৮৪৫ রান করেন। এর মধ্যে ৫টি সেঞ্চুরি এবং ২২টি হাফসেঞ্চুরি। অন্যদিকে, ১৪টি টেস্টে করেছেন ৮১১ রান। রয়েছে ১টি সেঞ্চুরি এবং ৫টি হাফসেঞ্চুরি। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *