সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: সাত-সাতটি কুকুরছানাকে পিটিয়ে খুনের অভিযোগ। ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার জয়রামপুর মোড় এলাকায়। স্থানীয় একটি ক্লাবের দোতলায় মা কুকুর ও তার সাতটি শাবককে রাখা হয়েছিল এক পশুপ্রেমী সংস্থার কর্মীর অনুরোধে। আজ, শনিবার সকালে সেখান থেকেই কুকুরছানাগুলিকে মৃত অবস্থায় উদ্ধার করা হল। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
জানা গিয়েছে, জয়রামপুর মোড় এলাকায় একটি কুকুর সাতটি শাবকের জন্ম দেয়। শাবকগুলির বয়স মাত্র একমাস। কন্যানগর এলাকার বাসিন্দা পশুপ্রেমী গৃহবধূ পুষ্পিতা কর্মকার দাস স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ দল নামে একটি সংস্থার সঙ্গে যুক্ত। তিনি ও ওই সংগঠনের সদস্যরা ওই মা কুকুর ও ছানাগুলির চিকিৎসা, সেবা করছিলেন। বর্ষার থেকে রক্ষার জন্য স্থানীয় অগ্রগামী অ্যাথলিট ক্লাবের দোতলার বারান্দায় তাদের থাকার ব্যবস্থা করা হয়েছিল। ক্লাবের সভাপতি নিজেও সারমেয়প্রেমী। সেজন্য ক্লাবের তরফে কোনও আপত্তি তোলা হয়নি। আগামী দু’মাসের জন্য মা কুকুর ও শাবকদের থাকার আস্তানা হয়েছিল ওই ক্লাবের দোতলার একাংশের বারান্দা।

শনিবার সকালে তাদের দেখভাল করতে গিয়ে দেখা যায় হাড়হিম ঘটনা। বারান্দায় একে একে পড়ে আছে শাবকদের মৃতদেহ। নৃশংসভাবে শাবকগুলিকে পিটিয়ে মারা হয়েছে বলে অভিযোগ। কয়েকটি শাবকের মাথা আঘাতে থেঁতলেও গিয়েছে বলে খবর। বারান্দার একাধিক জায়গায় চাপ চাপ রক্তের দাগ। মা কুকুরটিকেও পেটানো হয়েছে বলে অভিযোগ। ওই কুকুরটিও গুরুতর জখম বলে খবর। ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ওই পশুপ্রেমী স্বেচ্ছাসেবী সংস্থার লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে যান। ন্যক্কারজনক ঘটনায় যারা যুক্ত, তাদের শাস্তির দাবি তোলা হয়েছে।
বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ কুকুরছানাগুলির মৃতদেহ উদ্ধার করে বিষ্ণুপুর ১ নম্বর ব্লকের ভাসায় ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আশপাশের এলাকার সিসিটিভি খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার তীব্র নিন্দা করছেন স্থানীয়রা। যে বা যারা এই কাজ করেছে, তাদের কঠিন শাস্তির দাবি জানানো হয়েছে। মা কুকুরটিকে অন্যত্র সরিয়ে নিয়ে গিয়ে সেটির চিকিৎসা চলছে বলে খবর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন