নীতি আয়োগের রিপোর্টে ম্যাপ বিভ্রাট, বিহার হল বাংলা! ‘বাঙালিদের নিশানা’ নিয়ে সরব তৃণমূল

নীতি আয়োগের রিপোর্টে ম্যাপ বিভ্রাট, বিহার হল বাংলা! ‘বাঙালিদের নিশানা’ নিয়ে সরব তৃণমূল

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নীতি আয়োগ। কেন্দ্র ও রাজ্য সমন্বয়ের সর্বোচ্চ মঞ্চ। অথচ সেই নীতি আয়োগের বার্ষিক রেকর্ডে বিশ্রী ভুল। বাংলা সংক্রান্ত নীতি আয়োগের রিপোর্টের যে প্রচ্ছদ তৈরি হয়েছে সেই প্রচ্ছদের ম্যাপে বাংলাকে দেখানো হয়েছে বিহারের জায়গায়। বলা ভালো, বিহারকে দেখানো হয়েছে বাংলা হিসাবে। এই ‘বিভ্রাট’ নিয়ে স্বাভাবিকভাবেই সরব রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।

তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে সোশাল মিডিয়ায় এ নিয়ে সরব হয়েছেন। নীতি আয়োগের ওই রিপোর্টের স্ক্রিনশট পোস্ট করে সাকেতের প্রশ্ন, “কেন্দ্র সরকার বাংলাকে মানচিত্রের সঠিক জায়গাতেই রাখতে জানে না। এটা লজ্জাজনক। বাংলা থেকে ওদের ১২ জন সাংসদ আছে, দু’জন কেন্দ্রীয় মন্ত্রী। তাও নির্লজ্জভাবে ওরা বিহারকে বাংলা হিসাবে দেখিয়েছে।”

পুরো বিষয়টিকে বিজেপির বাঙালি বিরোধী মানসিকতার প্রতিফলন এবং বাংলার অপমানের চেষ্টা হিসাবে দেখছে তৃণমূল। সাকেত গোখলে বলছেন, “বিজেপি যেখানে যেখানে ক্ষমতায় আছে সব রাজ্যে বাংলাভাষীদের হেনস্তা করছে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন, কীভাবে নির্বাচনে হারার ভয়ে বাংলায় এনআরসি করার চেষ্টা হচ্ছে। কিন্তু আপনাদের সরকার এবং দল যেভাবে নিয়মিত বাংলাকে অপমান করছে, সেটা আমরা বরদাস্ত করব না।”

তৃণমূল সাংসদের দাবি, যদি বিন্দুমাত্র লজ্জা অবশিষ্ট থাকে তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলার মানুষের কাছে ক্ষমা চাইবেন। আর সেটা না হলে বাংলার এই অপমান দীর্ঘদিন আপনার দলকে ভোগাবে। চমকপ্রদ বিষয় হল, বিষয়টি প্রকাশ্যে আসার পরও কেন্দ্রের তরফে কোনও সাফাই দেওয়া হয়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *