সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভায়াবহ পথ দুর্ঘটনা বিহারের পাটনায়। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গিয়ে পড়ল যাত্রীবাহী গাড়ি। মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একই পরিবারের তিন সদস্যের। মৃতদের মধ্যে রয়েছে এক শিশুও। আহত হয়েছেন আরও দু’জন।
পুলিশ সূত্রে খবর, শনিবার সকালে চারচাকা গাড়িটি ছত্তিশগড়ের মহুয়া গ্রাম থেকে রওনা দিয়েছিল। পাটনার রানিতালাব এলাকার কাছে আসতেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি খালে পড়ে যায়। বিকট শব্দ শুনে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। হাত লাগান উদ্ধারকাজে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন। কিন্তু ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তিন জনের। তাঁদের মধ্যে রয়েছে বছর দশেকের এক শিশুও। মৃতরা হলেন নির্মলা দেবী (৫২), নীতু সিং (৩৬) এবং আস্তিতু কুমারী (১০)। দেহগুলিকে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশর এক আধিকারিক বলেন, “পাঁচ জনই মহুয়া গ্রামের বাসিন্দা। তাঁরা একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। প্রাথমিক তদন্তের পর মনে করা হচ্ছে, গাড়ির চালক ঘুমিয়ে পড়েছিলেন। তার ফলেই এই দুর্ঘটনাটি ঘটেছে। আমরা গোটা বিষয়টি খতিয়ে দেখছি।”