‘নিজের ইচ্ছেয় দিঘার জগন্নাথ মন্দিরে দিলীপ’, স্ত্রী রিঙ্কুর দাবিতে বিতর্কের আগুনে ঘি

‘নিজের ইচ্ছেয় দিঘার জগন্নাথ মন্দিরে দিলীপ’, স্ত্রী রিঙ্কুর দাবিতে বিতর্কের আগুনে ঘি

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিলীপ ঘোষের দিঘার জগন্নাথ মন্দির সফর ঘিরে তুঙ্গে বিতর্ক। এমন পরিস্থিতিতে বিস্ফোরক দাবি করলেন তাঁর স্ত্রী রিঙ্কু মজুমদার। জানালেন, মন্দিরে যেতে বারণ করেছিলেন তিনি। স্বইচ্ছেয় দিঘার মন্দিরে যান দিলীপ। এই দাবি যে বিতর্কে ঘি ঢালবে তা আর বলার দরকার পড়ে না।

উদ্বোধনের দিনই দিঘার জগন্নাথ মন্দিরে গিয়েছেন সস্ত্রীক দিলীপ ঘোষ। সাক্ষাৎ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। গল্পও করেছেন তাঁরা। এনিয়ে রাজ্যজুড়ে বিতর্ক তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে দিলীপজায়া বলেন, “আমি আসলে বারণই করেছিলাম। ২৪ ঘণ্টা আগেও বারণ করি। বলেছিলাম, না গেলেই ভালো হয়। কিন্তু ওঁর ইচ্ছে ছিল। আমি ওঁর সঙ্গে আছি।” রিঙ্কুর এই দাবি ঘিরে চাঞ্চল্য় বেড়েছে। 

মন্দির দর্শন করে লাগোয়ে অফিস ঘরে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন স্বামী-স্ত্রী। সেখানে কিছুক্ষণ কথাও হয়। তানিয়ে রিঙ্কুকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন,”কী আর কথা হবে! নেহাতই সৌজন্য সাক্ষাৎ! কারও সঙ্গে কথা বললেই কি আদর্শ পালটে যায়! কখনও না। তাও আবার আমাদের মতো মানুষের!” তিনি আরও বলেন, “কোনও দিনই পালটাবে না। এলাকাতেও বিরোধীদের সঙ্গে সৌজন্যের খাতিরে কথা বলি আমরা।”

বৃহস্পতিবার সস্ত্রীক কোলাঘাটে যান দিলীপ ঘোষ। এই এলাকায় চা-চক্রে যোগ দেওয়ার কথা ছিল। পাশাপাশি এলাকার এক দলীয় কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজে আমন্ত্রিত ছিলেন নবদম্পতি। তাঁরা সেখান পৌঁছতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপির তমলুক সাংগাঠনিক জেলার কর্মীদের একাংশ গাড়ি আটকে ‘দিলীপ ঘোষ গো ব্যাক’ স্লোগান দিতে থাকেন। তাঁর জন্য পাতা সবুজ কার্পেট পা দিয়ে তুলে দেন। ক্ষোভ উগরে দিতে থাকেন। গাড়ি থামিয়ে কর্মীদের মুখোমুখি হন দিলীপ। তাঁর স্ত্রী রিঙ্কু মজুমদার নেমে এসে কর্মীদের বোঝানোর চেষ্টা করেন।

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *