নিজহাতেই খাবার খাচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কবে হাসপাতাল থেকে ছুটি পাবেন?

নিজহাতেই খাবার খাচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কবে হাসপাতাল থেকে ছুটি পাবেন?

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


গোবিন্দ রায়: পাঁচদিনের মধ্যে শারীরিক অবস্থার অনেকটা উন্নতি। দিল্লি এইমসে চিকিৎসাধীন প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। সূত্রের খবর, এখন নিজে হাতে খাবার খাচ্ছেন তিনি। শরীর অনেকটাই স্থিতিশীল। তবে সংকট কাটেনি বলে জানা যাচ্ছে। তাঁকে আরও ২ সপ্তাহ আইসিইউ-তে পর্যবেক্ষণে রাখা হবে বলে এইমস সূত্রে খবর। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন ঘনিষ্ঠ ও শুভানুধ্যায়ীরা।

১৪ জুন নিজের বাড়িতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তমলুকের বিজেপি সাংসদ। তড়িঘড়ি তাঁকে নিউ আলিপুরের নামী বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা পরীক্ষা করে জানান, গ্যাস্ট্রো ইনটেস্টাইনাল সেপসিস বা জিআই সেপসিসে আক্রান্ত হয়েছেন প্রাক্তন বিচারপতি। মেডিক্যাল বোর্ড গড়ে শুরু হয় চিকিৎসা। তবে হাসপাতালেও তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আর ঝুঁকি নেননি চিকিৎসকরা। ১৯ জুন, বৃহস্পতিবার এয়ারলিফট করে নিয়ে যাওয়া হয় দিল্লির এইমসে। গ্যাস্ট্রো এনট্রোলজিস্ট-সহ বিশিষ্ট চিকিৎসকদের নিয়ে তৈরি মেডিক্যাল বোর্ড অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের চিকিৎসা শুরু করে।

বিজেপি সাংসদের শারীরিক পরিস্থিতি জানতে দিল্লির এইমসে যোগাযোগ করা হলে জানানো হয়েছে, চিকিৎসায় সাড়া দিচ্ছেন, সামান্য হলেও ধীরে ধীরে অবস্থার উন্নতি হচ্ছে। মঙ্গলবার দিল্লি এইমস সূত্রে খবর মিলল, সাংসদ নিজের হাতে খাবার খাচ্ছেন। তবে আইসিইউ-তে এখনও থাকতে হবে তাঁকে। এখনই জেনারেল ওয়ার্ডে স্থানান্তরিত করার কোনও সম্ভাবনা নেই। সাংসদের শারীরিক অবস্থার খবর জানতে দিল্লি এইমসে নিয়মিত যোগাযোগ রাখছেন বঙ্গ বিজেপির নেতারা। এছাড়া শুভানুধ্যায়ীরাও দ্রুত তাঁর আরোগ্যের জন্য প্রার্থনা করেছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *