‘ধর্ষণ’ কাণ্ডে কার্তিক মহারাজকে নোটিস পুলিশের, মঙ্গলবার থানায় হাজিরার নির্দেশ

‘ধর্ষণ’ কাণ্ডে কার্তিক মহারাজকে নোটিস পুলিশের, মঙ্গলবার থানায় হাজিরার নির্দেশ

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


কল্যাণ চন্দ, বহরমপুর: চাকরির বিনিময়ে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ। সেই ঘটনায় এবার বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজকে নোটিস পাঠাল পুলিশ। আগামিকাল অর্থাৎ মঙ্গলবার তাঁকে নবগ্রাম থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি কার্তিক মহারাজের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন এক মহিলা। তাঁর বক্তব্য অনুযায়ী, ২০১৩ সালে কাজের প্রতিশ্রুতি দিয়ে কার্তিক মহারাজ তাঁকে মুর্শিদাবাদের নবগ্রাম থানা এলাকার চাণক্য এলাকায় এক আশ্রমের প্রাইমারি স্কুলে নিয়ে যান। সেখানে তাঁকে শিক্ষিকার পদে নিয়োগ করা হয়। স্কুলে থাকার জন্য তাঁকে একটি ঘরও দেওয়া হয়। সেখান থেকেই শুরু হয় দুঃস্বপ্নের জীবন। অভিযোগ, এক রাতে নাকি আচমকাই মহারাজ এসে তাঁকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন। বাধ্য হয়ে তা মেনে নিতে হয় বলে জানান অভিযোগকারিণী। কারণ, ততদিনে তিনি ঘরবাড়ি ছেড়ে মহারাজের শরণাপন্ন হয়েছিলেন। এরপর দিনের পর দিন তার উপর শারীরিক অত্যাচার চালানো হয় বলে অভিযোগ। পরবর্তীতে বৃহস্পতিবার রাতে নবগ্রাম থানায় কার্তিক মহারাজের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন মহিলা। তাঁর উপর অত্যাচারের ঘটনায় বিচারের দাবি জানান তিনি।

সেই ঘটনায় এবার কার্তিক মহারাজকে নবগ্রাম থানায় হাজিরা দেওয়ার নোটিস পাঠালো পুলিশ। সোমবার দুপুরে নবগ্রাম থানা এবং বেলডাঙ্গা থানার পুলিশ ওই নোটিস নিয়ে যায় বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘে। কার্তিক মহারাজ অনুপস্থিত থাকার কারণে তাঁর প্রতিনিধিকে নোটিস ধরায় পুলিশ। আগামিকাল সকাল দশটার মধ্যে নবগ্রাম থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কার্তিক মহারাজকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *