সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আড়াই দশকেরও বেশি সময় পর দিল্লিতে ফুটল পদ্মফুল। অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিকে হারিয়ে দেশের ‘হৃদয়ে’ এবার বিজেপিরাজ। আর এই ফলাফল দেখে উচ্ছ্বসিত বঙ্গ বিজেপিও। ২০২৬-এ বাংলায়ও বদল হবে, তৃণমূলকে সরিয়ে রাজ্যে ক্ষমতায় আসবে গেরুয়া শিবির, আত্মবিশ্বাসী শুভেন্দু অধিকারী-সুকান্ত মজুমদার। যদিও তাঁদের সেই দাবি নস্যাৎ করে দিয়েছেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁর সাফ কথা, দিল্লির ভোটের ফলাফলের কোনও প্রভাব বাংলায় পড়বে না।
২০১৪ সালের লোকসভা নির্বাচনের সময় থেকে বাংলায় ডালপালা মেলতে শুরু করে বিজেপি। ২০১৮ সালের পঞ্চায়েতেও চোখে পড়ার ভোট টেনেছিল গেরুয়া শিবির। ২০১৯ সালের লোকসভা ভোটে বাংলার ১৮ জন সাংসদ পেয়েছিল বিজেপি। একুশের বিধানসভা ভোটে ‘এবার দুশো পার’ স্লোগান দিয়েও মাত্র ৭৭-এই থামতে হয়েছিল তাদের। এরপর থেকেই ক্রমশ ক্ষয়িষ্ণু দিলীপ-সুকান্ত-শুভেন্দুদের দল। ভোটে তৃণমূলকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলা তো দূরে থাক ক্রমেই গোষ্ঠীদ্বন্দ্বে জড়িয়ে পড়ছে তারা। নব্য বনাম আদির দ্বন্দ্বে কাবু বিজেপি। সাংসদ-বিধায়ক-সহ নির্বাচিত জনপ্রতিনিধিরাও দল ছাড়ছেন। এমন পরিস্থিতিতে বঙ্গ বিজেপিকে চাঙ্গা করতে ‘হোম টাস্ক’ দিয়েছিল কেন্দ্রীয় নেতৃত্ব। বলা হয়েছিল, ১ কোটি নতুন সদস্য় সংগ্রহ করতে হবে বঙ্গ বিজেপি নেতৃত্বকে। কিন্তু ঢাকঢোল পেটানোই সার! ১ কোটির ধারেকাছেও পৌঁছয়নি নয়া সদস্য সংখ্যা। উলটে কেন্দ্রীয় নেতাদের কাছে নম্বর বাড়াতে এখানেও ‘জালিয়াতি’ করার অভিযোগ উঠেছে বাংলার বিজেপি নেতাদের বিরুদ্ধে। আগামী বছর বাংলায় বিধানসভা ভোট। তার আগে কার্যত অগোছালো বঙ্গ বিজেপির সংগঠন। তার ফল ভোটবাক্সেও পড়তে পারে । কিন্তু দিল্লিতে বিজেপির প্রত্যাবর্তন বাংলার গেরুয়া শিবিরের ‘মরা গাঙে জোয়ার’ আনবে বলে আত্মবিশ্বাসী সুকান্ত-শুভেন্দুরা।
এদিন মহিষাদল থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “ঐক্যবদ্ধ হোন, বাংলাতেও পরিবর্তন হবে।” একই সুর পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের গলাতেও একই সুর। বলছেন, “মানুষ মোদিজির উপর আস্থা রেখেছেন। বাংলাতেও বদল আসবে।” বিজেপি ওয়েস্টবেঙ্গল পেজেও লেখা হয়েছে, ‘দিল্লিতে বিদায় হল আপ। এবার যাবে পশ্চিমবঙ্গের পাপ।’ যদিও বিষয়টাকে আমল দিতে নারাজ কুণাল। বলেন, ‘২০২৬, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। তৃণমূল আড়াই শোর বেশি আসন নিয়ে চতুর্থবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। বাকি কোথায় কী হল, আমাদের বিষয় নয়। দিল্লির বিষয় দিল্লিতে। এখানে কোনও মন্তব্য নেই। বাংলায় ওসবের প্রভাবও নেই।’
2026.
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন।@AITCofficial 250+
চতুর্থবার মুখ্যমন্ত্রী @MamataOfficial
বাকি কোথায় কী হল, আমাদের বিষয় নয়। দিল্লির বিষয় দিল্লিতে। এখানে কোনো মন্তব্য নেই। বাংলায় ওসবের প্রভাবও নেই।— Kunal Ghosh (@KunalGhoshAgain) February 8, 2025