অর্ণব দাস, বারাকপুর: দাবি মতো মেলেনি টাকা। সেই রাগে বাবাকে বালিশ চাপা দিয়ে খুনের অভিযোগ নেশাগ্রস্ত ছেলের বিরুদ্ধে। খুনের পর নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন যুবক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বরানগরে। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
উত্তর ২৪ পরগনার বরানগরের ২৪ নম্বর শিশিরকুমার রোডের বাসিন্দা ললিত অধিকারী। তাঁর বয়স ৭৪ বছর। বাড়িতে একাই থাকতেন তিনি। ছেলে অসিত অধিকারী পেশায় অটোচালক। শ্বশুরবাড়িতে থাকত সে। তবে মাঝে মধ্যেই টাকা চাইতে হাজির হত বাবার কাছে। মৃতার মেয়ের দাবি, মঙ্গলবার রাতে মদ্যপ অবস্থায় বাবার কাছে এসেছিল অসিত। স্বাভাবিকভাবেই সে টাকার দাবি করে। কিন্তু বৃদ্ধ তা দিতে রাজি হননি। তা নিয়েই সমস্যার শুরু।
জানা যায়, এক পর্যায়ে টাকা নিয়ে বাবা-ছেলের অশান্তি চরমে ওঠে। অভিযোগ, রাগের বশেই মুখে বালিশ চাপা দিয়ে বৃদ্ধ বাবাকে খুন করে গুণধর। কয়েকমুহূর্তেই হুঁশ ফেরে যুবকের। ভোররাতে গুণধর সটান হাজির হয় বরানগর থানায়। যুবকের কাছে বিষয়টা জানামাত্রই ঘটনাস্থলে যায় পুলিশ। বেডরুমে মেলে বৃদ্ধের দেহ। রাতেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন মৃতার দিদি। কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি।