সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধরা না পড়লে মহাবিদ্যা। চুরির মতো ঘুষও। ধরা পড়তেই অসুস্থ। রাজধানী দিল্লির একটি থানায় সম্প্রতি এমন কাণ্ডই ঘটেছে। থানায় বসেই ব্যবসায়ীর থেকে ২৫ হাজার টাকা ঘুষ নিচ্ছিলেন দিল্লি পুলিশের ওই হেড কনস্টেবল। হাতনাতে ধরা পড়ে যান তিনি। এরপরেই বুকে ব্যথা শুরু হয় তাঁর, থানার মেঝেতে লুটিয়ে পড়েন। হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই ব্যক্তিকে।
এই ঘটনা উত্তর দিল্লির বুরারি থানার। দিল্লি পুলিশের ভিজিল্যান্স দপ্তর সূত্রে জানা গিয়েছে, এক ব্যবসায়ীর বাড়ির ছাদে একটি মোবাইল টাওয়ার বসানো রয়েছে। বিষয়টি জানার পরেই হেড কনস্টেবল ব্যবসায়ীর উপর চাপ দেন, ৭৫ হাজার টাকা না দিলে ওই টাওয়ার খুলিয়ে দেবেন। ওই ব্যবসায়ী বিষয়টি জানিয়ে থানায় অভিযোগ করেছিলেন। সেই সূত্রেই অভিযুক্ত হাতনাতে ধরতে ফাঁদ পেতেছিল ভিজিল্যান্স দপ্তর।
স্বভাবতই সেকথা জানা ছিল না অভিযুক্তের। তিন দফায় ২৫ হাজার টাকা করে চেয়েছিলেন তিনি। সেই মতো টাকা দিতে এসেছিলেন ব্যবসায়ী। তখনই ভিজিল্যান্স দপ্তরের আধিকারিকরা হাতনাতে ধরেন হেড কনস্টেবলকে। এর পরেই বুকে ব্যথা অনুভব করেন অভিযুক্ত। অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘুষ নেওয়ায় অভিযুক্ত ব্যক্তি সুস্থ হয়ে উঠলেই তাঁকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে পুলিশ।