সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আচমকাই সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন চেতেশ্বর পূজারা। রবিবার সকালে সোশাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। একসময়ের সতীর্থের অবসরের দুদিন বাদে তাঁকে নিয়ে মুখ খুললেন বিরাট কোহলি। বিরাট বললেন, পূজারা ছিল বলেই সহজ হয়েছিল তাঁর কাজ।
পূজারা প্রায় তাঁর গোটা আন্তর্জাতিক কেরিয়ারই বিরাটের সঙ্গে খেলেছেন। টেস্টে পূজারা ব্যাট করতেন ৩ নম্বরে আর বিরাট ৪ নম্বরে। দুজনে ভারতের হয়ে বহু ম্যাচ জিতেছেন। এই জুটি টিম ইন্ডিয়াকে বহু ম্যাচ বাঁচাতেও সাহায্য করেছে। এটাও ঘটনা যে টেস্টে ৩ নম্বর অপেক্ষা চার নম্বরে ব্যাট করা সহজ। সেকারণেই সম্ভবত বিদায়ের পর প্রাক্তন সতীর্থকে ধন্যবাদ জানালেন কিং কোহলি। ইনস্টাগ্রাম স্টোরিতে বিরাটের বার্তা, “চার নম্বরে আমার কাজ সহজ করে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ পুজ্জি। একটা দুর্দান্ত কেরিয়ার উপভোগ করলে। আগামী দিনের জন্য তোমাকে শুভেচ্ছা। ঈশ্বর তোমার মঙ্গল করুন।”
উল্লেখ্য, রাহুল দ্রাবিড়ের পর সনাতনী টেস্ট ব্যাটিংয়ের ধারা যিনি বয়ে নিয়ে বেড়াচ্ছিলেন তিনি হলেন চেতেশ্বর পূজারা। তাঁর অসীম ধৈর্য, চাপের মুখে অটুট থেকে লড়াই চালিয়ে যাওয়ার মানসিকতা প্রায় এক দশক ভারতীয় ক্রিকেটের সম্পদ হিসাবে কাজ করেছে। দেশে-বিদেশে সমানভাবে সাফল্য পেয়েছেন তিনি। জাতীয় দলের জার্সিতে ১০৩ টেস্ট খেলে ৪৩.৬০ গড়ে ৭১৯৫ রান করেছেন। লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর সর্বোচ্চ রান অপরাজিত ২০৬। ১৯টা শতরান এবং ৩৫টা অর্ধশতরান এসেছে তাঁর ব্যাট থেকে।
৩৭ বছর বয়সি পূজারা ভারতের হয়ে শেষ টেস্ট খেলেছেন ২০২৩-র জুন মাসে। যেটা ছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ভারত হেরে গিয়েছিল সেই ম্যাচে। তারপর থেকে আর জাতীয় দলে সুযোগ পাননি। ঘরোয়া ক্রিকেট খেললেও শিকে ছেঁড়েনি তাঁর কপালে। তাই শেষ পর্যন্ত কি অভিমানী হয়েই ব্যাটিং সাধনার পথ থেকে সরে এলেন চেতেশ্বর পূজারা? প্রশ্ন থেকে যাবে ক্রিকেটপ্রেমীদের মনে।