তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান! পরিবারের সঙ্গে দেখা করালেন বেঙ্গালুরুর লাস্যময়ীকে

তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান! পরিবারের সঙ্গে দেখা করালেন বেঙ্গালুরুর লাস্যময়ীকে

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমির খানের (Aamir Khan) তৃতীয় বিয়ে নিয়ে বহুদিন ধরেই বলিউডে নানা গুঞ্জন! শোনা গিয়েছিল, কিরণ রাওয়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হওয়ার পর মিস্টার পারফেকশনিস্ট নাকি ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী ফতিমা সানা শেখের প্রেমে পড়েছিলেন। মাসখানেক সেই গুঞ্জনও চলল বহাল তবিয়তে। ফতিমাকে আমিরের পরিবারের নানা অনুষ্ঠানে দেখা গিয়েছে সেই আবহে। তবে সেই ফতিমা ম্যাজিকও এবার ফ্যাকাসে! নতুন বছরের শুরুতেই এবার জব্বর খবর এল। আমির খান নাকি চলতি বছরেই তৃতীয়বার বিয়ে করতে চলেছেন! কে সেই পাত্রী? কৌতূহল অস্বাভাবিক নয়।

বলিউড মাধ্যম সূত্রে খবর, বেঙ্গালুরুর এক লাস্যময়ীর প্রেমে পড়েছেন এবার মিস্টার পারফেকশনিস্ট। ৫৯ বছর বয়সি অভিনেতা নাকি এতটাই সিরিয়াস এই সম্পর্ক নিয়ে যে সম্প্রতি পরিবারের সকলের সঙ্গে পরিচয়ও করিয়ে ফেলেছেন মনের মানুষকে। যদিও আমির খানের গোপনীয়তার স্বার্থে সেই নারীর পরিচয় খোলসা করা হয়নি। তবে বেঙ্গালুরুর সেই রহস্যময়ী নারীকে যে আমিরের পরিবারের সদস্যদের বেশ মনে ধরেছে, সেই খবর নিশ্চিত করা হয়েছে বলিউড মাধ্যম সূত্রে। অতঃপর সেই নারীর সঙ্গে আমিরের জীবনের নতুন ইনিংস শুরু করা এখন শুধু অপেক্ষামাত্র!

Aamir-Mother-2
আমিরের মায়ের জন্মদিনে প্রাক্তন দুই স্ত্রী

প্রসঙ্গত, বিচ্ছেদের এত কাল বাদেও প্রাক্তন স্ত্রীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন আমির খান। প্রথম স্ত্রী রিনা দত্ত হোক কিংবা দ্বিতীয় স্ত্রী কিরণ রাও দুই প্রাক্তনের ক্ষেত্রেই বন্ধুত্ব অটুট। শুধু তাই নয়, নিয়ম করে তাঁদের দু জনের সঙ্গে সপ্তাহে দু দিন দেখাও করেন। বিচ্ছেদেও তিক্ততা নেই। প্রেম নিয়ে ৫৯-এর আমির খান এখনও খুল্লমখুল্লা। সম্প্রতি নিজমুখেই বলেছিলেন, “আমার দুই স্ত্রীকে জিজ্ঞেস করুন আমি কতটা রোম্যান্টিক।”

Aamir Khan says he is a very romantic man: Please ask both my wives

প্রসঙ্গত বলিউডে কাজের মাধ্যমে ‘মিস্টার পারফেকশনিস্ট’ তকমা পেলেও ব্যক্তিগত জীবনে একাধিকবার আমির খানের সম্পর্ক ভেঙেছে। কেরিয়ারের সাফল্য পাওয়ার আগেই ১৯৮৬ সালে রিনা দত্তকে বিয়ে করেছিলেন আমির। জুনেইদ ও ইরা, দুই সন্তান তাঁদের। শোনা যায়, আমিরের সফল কেরিয়ারেও রিনার অবদান রয়েছে। ‘লগান’ সিনেমার অন্যতম প্রযোজক ছিলেন আমিরের প্রথম স্ত্রী। সেই সিনেমারই সহকারী পরিচালক কিরণ রাওয়ের প্রেমে পড়েন আমির। রিনা দত্তর সঙ্গে বিচ্ছেদের পর ২০০৫ সালে কিরণকে বিয়ে করেন আমির। সারোগেসির মাধ্যমে তাঁদের ছেলে আজাদের জন্ম হয়। কিন্তু সে সম্পর্কও ভেঙে যায়। ২০২১ সালের জুলাই মাসে ডিভোর্সের ঘোষণা করেন আমির-কিরণ। যৌথভাবে ছেলে আজাদের দায়িত্ব নেওয়ার কথাও জানান। দুজনের সঙ্গেই সুসম্পর্ক রয়েছে। এবার অভিনেতার তৃতীয় সম্পর্কের কথা শোনা গেল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *