সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রবল বিতর্কে পিছু হটল আইসিআইসিআই ব্যাঙ্ক। কমল নূন্যতম ব্যালেন্স রাখার পরিমাণ। ৫০ হাজার টাকা নয়, এবার শহুরে শাখায় সেভিংস অ্যাকাউন্টে নূন্যতম ব্যালেন্স ১৫ হাজার টাকা রাখলেই চলবে বলে জানাল ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
কয়েকদিন আগেই শহুরে শাখায় সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স ৫০ হাজার টাকা রাখতে হবে বলে জানিয়েছিল আইসিআইসি ব্যাঙ্ক। চলতি মাসের শুরুতেই অর্থাৎ ১লা আগস্ট বা তারপর যে সমস্ত গ্রাহকরা সেভিংস অ্যাকাউন্ট খোলেন তাঁদের ক্ষেত্রে নয়া নিয়ম প্রযোজ্য হবে বলেও জানানো হয়। এমনকী মাসিক গড় ব্যালেন্স ৫০ হাজার টাকা না রাখলে মোটা অঙ্কের জরিমানা করা হবে বলেও জানায় দেশের অন্যতম বৃহৎ এই বেসিরকারি ব্যাঙ্ক। যা নিয়ে শুরু হয় প্রবল বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে তীব্র ক্ষোভ উগরে দেন গ্রাহকরা। চাপ বাড়তে থাকে ব্যাঙ্ক কর্তৃপক্ষের উপর। আর এরপরেই পুরনো সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া হল।
ব্যাঙ্কের নয়া ঘোষণা অনুযায়ী, শহর (আর্বান) এবং শহরতলিতে সেভিংস অ্যাকাউন্টে সর্বনিম্ন মাসিক গড় ব্যালেন্স ৫০ হাজার টাকা কমিয়ে ১৫ হাজার টাকা করা হয়েছে। আধা-শহরাঞ্চলে থাকা আইসিআইসিআই ব্যাঙ্কের গ্রাহকদের ক্ষেত্রেও ন্যূনতম ব্যালেন্স কমানো হয়েছে। সর্বনিম্ন গড় ব্যালেন্স ২৫,০০০ টাকা থেকে কমিয়ে করা হয়েছে ৭ হাজার ৫০০ টাকা। গ্রামীণ গ্রাহকদের জন্য ১০,০০০ টাকা বজায় রাখার কথা বলা হলেও নয়া ঘোষণা অনুযায়ী এখন ২ হাজার ৫০০ টাকা রাখলেই চলবে।