তিনমাস জোটেনি বেতন! পদত্যাগ মহামেডান কোচ চেরনিশভের, আলোচনা চান বাঙ্কারহিল কর্তা

তিনমাস জোটেনি বেতন! পদত্যাগ মহামেডান কোচ চেরনিশভের, আলোচনা চান বাঙ্কারহিল কর্তা

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


প্রসূন বিশ্বাস: সামনেই মোহনবাগানের বিরুদ্ধে ডার্বি। কলকাতায় পা দিয়েছেন নতুন স্ট্রাইকার মার্ক আন্দ্রে। তার মধ্যেই কোচ আন্দ্রে চেরনিশভের পদত্যাগ ঘিরে শোরগোল ময়দানে। সোশাল মিডিয়ায় নিজের পদত্যাগের কথা জানালেন তিনি। ক্লাব ও ইনভেস্টর বাঙ্কারহিলের তরফ থেকে স্বীকার করে নেওয়া হয়েছে। কিন্তু তা এখনও গ্রহণ করা হয়নি বাঙ্কারহিলের তরফ থেকে। এই বিষয়ে আলোচনায় বসতে চান বাঙ্কারহিল কর্তা দীপক কুমার সিং। 

এদিন সকালে অনুশীলন ছিল মহামেডানের। সেখানে ফুটবলারদের সামনেই তিনি পদত্যাগের কথা জানিয়ে দেন। জানা যাচ্ছে, দিন পনেরো আগেই পদত্যাগ করতে চেয়ে চিঠি দিয়েছিলেন চেরনিশভ। ফিফা, দুই ইনভেস্টর শ্রাচী ও বাঙ্কারহিলের কাছে সেই চিঠি গিয়েছে। এদিন সোশাল মিডিয়াতেও কোচের পদ ছাড়ার কথা জানান তিনি। সেখানে চেরনিশভ অভিযোগ করেন, “কোচের পদ ছাড়তে বাধ্য হচ্ছি। পরিস্থিতিই এই অবস্থায় আসতে বাধ্য করেছে। পেশাদার হিসেবে তিনমাস মাইনে না পেয়ে কাজ চালানো সম্ভব নয়।”

বাঙ্কারহিল কর্তা দীপক কুমার সিং কোচের পদত্যাগের খবর স্বীকার করে নিয়েছেন। সেই সঙ্গে তাঁর বক্তব্য, “আমরা ওঁর চিঠি পেয়েছি। কিন্তু চেরনিশভের পদত্যাগ আমরা এখনও গ্রহণ করিনি। আজ সন্ধ্যায় ওঁর সঙ্গে আলোচনায় বসব। চেরনিশভকে আমরা এই সিদ্ধান্ত না নেওয়ার জন্য বোঝাব।” এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি অন্যতম ইনভেস্টর শ্রাচীর তরফ থেকে।

এর মধ্যে ক্ষোভ উগড়ে দিলেন মহামেডান ক্লাবের কার্যকরী সভাপতি কামারুদ্দিন আহমেদ। তিনি বলেন, “এতদিন আমাদের বদনাম ছিল, মহামেডান কর্তারা কোচদের সরিয়ে দেয়। এবার দেখা গেল ইনভেস্টাররাও কোচেদের তাড়ায়।” ফলে চেরনিশভ পদত্যাগ করলেও পরিস্থিতি কোন দিকে যায়, সেটাও দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *