অর্ণব আইচ: তিনমাসের মধ্যে ফের শিয়ালদহ থেকে অস্ত্র উদ্ধার। গ্রেপ্তার ৫ জন। সোমবার রাতে শিয়ালদহ চত্বরে সুরেন্দ্রনাথ কলেজের কাছে বৈঠকখানা রোডের একটি বাড়িতে অভিযান চালায় কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ। সেখানেই অস্ত্র ভাণ্ডারের হদিশ মেলে।
পুলিশ সূত্রে খবর, দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। ধৃত ৫ জনই বিহারের বাসিন্দা। এখানে এই অস্ত্র কাকে,কী উদ্দেশে দেওয়া হত, তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের হেফাজতে নিয়ে চলবে জিজ্ঞাসাবাদ। গত নভেম্বর মাসেও শিয়ালদহ চত্বর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল। সেই সময় ৫টি আগ্নেয়াস্ত্র ও ৯০ রাউন্ড বুলেট উদ্ধার করেছিল কলকাতা পুলিশ।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]