ইস্টবেঙ্গল: ১ (হামিদ)
নামধারী: ০
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডুরান্ডের প্রথম ম্যাচ সাউথ ইউনাইটেডকে পাঁচ গোলে উড়িয়ে দেওয়ার বেশ কিছুদিন পর আই লিগের দল নামধারী এফসি’র বিরুদ্ধে নেমেছিল ইস্টবেঙ্গল। এ ম্যাচে লাল-হলুদ জিতল বটে, তবে গোলের জন্য অপেক্ষা করতে হল বহুক্ষণ। তবে, শেষপর্যন্ত নামধারীকে হারিয়ে নকআউট নিশ্চিত হয়ে গেল ইস্টবেঙ্গলের।
এদিন শুরু থেকেই প্রেসিং ফুটবল খেলতে থাকে লাল-হলুদ। ৭-৮ মিনিট পরপর তিনটে কর্নার আদায় করে নেন অস্কার ব্রুজোর ছেলেরা। যদিও নামধারীর রক্ষণ সজাগ থাকায় সেগুলি থেকে গোল হয়নি। ১৪ মিনিটে দিমিত্রিয়স দিয়ামান্তাকোস সুযোগ পান। এর ঠিক পরের মিনিটেও সুযোগ নষ্ট করে তারা। ১৬ মিনিটে দূরপাল্লার শট নেন মহম্মদ রশিদ। গোল হয়নি। ২১ মিনিটে মিগুয়েলের শট বার পোস্টে লেগে প্রতিহত হয়। বিরতিতে যাওয়ার আগে ইস্টবেঙ্গলের আরও দু’টো পোস্টে লাগে। প্রথমার্ধে স্কোরলাইন থাকে গোলশূন্য।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে মশাল বাহিনী। নামধারীর বক্স লক্ষ্য করে মুহুর্মুহু আক্রমণ চালালেও কাজের কাজ কিছুতেই করতে পারছিলেন না দিয়ামান্তাকোস, সল ক্রেসপো, মহম্মদ রাশিদরা। নামধারীর গোলরক্ষক নীরজ কুমারের কথা এক্ষেত্রে আলাদা করে বলতেই হয়। তিনি দুর্ভেদ্য হয়ে ওঠেন।
এরপর ছোট্ট একটা ট্যাকটিকাল পরিবর্তন করেন লাল-হলুদ কোচ। দিয়ামান্তাকোসের জায়গায় তিনি নামান মরোক্কান ফুটবলার হামিদ আহদাদকে। তিনিই ৬৭ মিনিটে জয়সূচক গোল করে ইস্টবেঙ্গলকে তিন পয়েন্ট এনে দেন। এরপর অসংখ্য সুযোগ পেলেও গোল পায়নি লাল-হলুদ। যা পরের ম্যাচে নামার আগে চিন্তায় রাখবে ব্রুজোকে।