অরূপ বসাক, মালবাজার: জঙ্গল, পাহাড়ি নদীর মাঝে শান্তিতে কয়েকদিন কাটাতে চান? পুজোর মুখে আপনার গন্তব্য হোক ডুয়ার্স। বর্তমানে ডুয়ার্সের হোটেল, হোম স্টে একের পর এক হাত বদলে ধুঁকছে। ভাড়া বৃদ্ধিতে কমছে পর্যটকের সংখ্যাও। এই অবস্থায় কেন্দ্রের নতুন জিএসটি নীতিতে স্বস্তি ফিরছে ডুয়ার্সের হোটেল, হোম স্টে ব্যবয়াসীদের মধ্যে। ফলে জলদাপাড়া, গরুমারার মতো জনপ্রিয় পর্যটনস্থলে বেড়াতে যাওয়ার ক্ষেত্রে খরচ এবার অনেকটাই কমে যাবে বলে আশা। বাড়বে পর্যটক সংখ্যাও। ফলে লাভের আশা করছেন পর্যটন ব্যবসায়ীরা।
পুজোর মুখে কার্যকর হতে চলা নতুন এই কর কাঠামো অনুযায়ী, এখন থেকে প্রতি রাত ৭,৫০০ টাকার নিচে হোটেল ভাড়ার উপর মাত্র ৫ শতাংশ জিএসটি দিতে হবে। যেখানে আগে দিতে হত ১২ শতাংশ। অর্থাৎ, একই বাজেটে এবার ঘোরা যাবে আরও বেশি জায়গায়। হোটেল ভাড়া যদি ১,০০০ টাকার নীচে হয়, সেখানে আগের মতোই কোনও জিএসটি প্রযোজ্য হবে না। তবে ৭,৫০০ টাকার বেশি মূল্যের ঘরের ক্ষেত্রে করের হার থাকছে ১৮ শতাংশ। ডুয়ার্সে হোম-স্টে রয়েছে প্রায় ৫০টি। হোটেল রয়েছে ৩০টির মতো। কালিম্পং জেলায় আছে ২০০ টির মতো হোম-স্টে।
ডুয়ার্স অঞ্চলের হোটেল, রিসর্ট মালিক ও পর্যটন ব্যবসায়ীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। ডুয়ার্সের হোটেল ব্যাবসায়ী চিত্তরঞ্জন দে, কুণাল সরকারদের বক্তব্য, “এই পরিবর্তনের ফলে পর্যটকদের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বাড়বে। বিশেষ করে পুজোর মুখে পর্যটকের সংখ্যা তুলনামূলক বাড়বে। অনেক মধ্যবিত্ত পরিবার যারা আগে অতিরিক্ত খরচের ভয়ে ভ্রমণের পরিকল্পনা পিছিয়ে দিচ্ছিলেন, তাঁরাও এবার স্বাচ্ছন্দ্যে সফর করতে পারবেন ডুয়ার্স বা পাহাড়ে।” জলদাপাড়া, গরুমারা, চাপরামারি কিংবা লাটাগুড়ির মতো এলাকায় প্রতিবারের মতো এবারও শারদ মরশুমে ভিড় বাড়ার আশা করছেন জলপাইগুড়ির পর্যটন ব্যাবসায়ী অলোক চক্রবর্তী।
তিনি জানান, “শুধু হোটেল নয়, এর প্রভাব পড়বে গাড়ি ভাড়া, স্থানীয় খাবার, পর্যটন গাইড-সব ক্ষেত্রেই। উপকৃত হবে গোটা অঞ্চল।” মাল ব্লকের তুড়িবাড়ির হোটেল ম্যানেজার কৌস্তভদাস বলেন, “নতুন জিএসটি নীতি লাগু হলে তখন দেখা যাবে। সেই অনুযায়ী তখন ভাড়া নির্ধারন হবে। সেক্ষেত্রে ভাড়া কমলে সুবিধা হবে পর্যটকদের।” মালের এক হোম-স্টে মালিক দীপক শর্মা বলেন, “এবার পর্যটকরা আরও খুশি হবেন। পর্যটকদের সংখ্যাও বাড়বে। আমরাও এতে লাভবান হব।” গরুবাথানের এক হোম স্টে মালিক রাজেন প্রধান বলেন, “এবার পর্যটকদের ভিড় বাড়বে পাহাড় এবং সমতলে। সরকারি ভাবে নতুন জিএসটি লাগু হলেই আমরাও সেই পদ্ধতি মেনে নয়া ভাড়া চালু করব।” পর্যটক সুন্নিতা দাস, বিপুল সরকার জানান, “পর্যটকদের জন্য ভালো হল। থাকার খরচ কমবে। বাজেটের টাকায় আরও বেশি ঘোরা যাবে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন