ডি-কোম্পানির নামে তৃণমূল নেতা কৃষ্ণেন্দুনারায়ণকে ‘খুনের’ হুমকি, আটক ৩

ডি-কোম্পানির নামে তৃণমূল নেতা কৃষ্ণেন্দুনারায়ণকে ‘খুনের’ হুমকি, আটক ৩

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


বাবুল হক, মালদহ: ডি-কোম্পানির নাম করে ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীকে খুনের হুমকি দেওয়া হয়েছিল গতকাল। সেই ঘটনার তদন্তে নেমে মালদহ জেলা পুলিশ তিনজনকে আটক করে। তাঁদের মোবাইল ফোন ক্লোন করা হয়েছে বলে আটক হওয়া ব্যক্তিদের দাবি। দাবির সত্যতা যাচাইয়ে সাইবার ক্রাইম সেলের বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হচ্ছে বলে খবর।

দাউদ ইব্রাহিমের ডি-কোম্পানির নাম করে তৃণমূল নেতার কাছে গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার পরে ফোন আসে। ওপ্রান্ত থেকে বলা হয়েছিল, কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী ফোনের মেসেজ দেখেছেন কি না। তৃণমূল নেতা কোনও মেসেজ দেখেননি বলে জানান। তারপর ওই প্রান্ত থেকে বলা হয়, আজ শনিবারের মধ্যে ‘২০ পেটি’ পাঠাতে হবে। না হলে খুন হয়ে যাবেন তৃণমূল নেতা। সেই হুমকি ফোনের পরেই চাঞ্চল্য ছড়ায় মালদহের রাজনীতিতে। ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। মালদহ জেলা পুলিশ দ্রুত ঘটনার তদন্তে নামে।

ঘটনার তদন্তে নেমে কালিয়াচক থেকে তিনজনকে আটক করে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করতে উঠে এসেছে নতুন তথ্য। ওই তিনজন পুলিশের কাছে দাবি করেছেন, ঘটনায় তাঁরাই ভুক্তভোগী! কেউ বা কারা তাঁদের মোবাইল ফোন ও নম্বর ক্লোন করে। ঘটনার বিষয়ে তাঁরা সম্পূর্ণ অন্ধকারে। কিন্তু এই বক্তব্য কতটা সঠিক? সত্যি কি ক্লোন করা হয়েছিল তাঁদের মোবাইল? তাঁদের নম্বর ব্যবহার করেই কি এই হুমকি ফোন দেওয়া হয়েছিল ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যানকে? তাঁদের দাবি কতটা সত্য, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

মালদহ জেলা পুলিশ সাইবার ক্রাইম সেলের বিশেষজ্ঞদের সাহায্য নিচ্ছেন। আটক হওয়া ব্যক্তিদের মোবাইল ফোনগুলিও পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সেই পরীক্ষার রিপোর্ট না এলে বিস্তারিত কিছু বলতে চাইছে না জেলা পুলিশ। আটক হওয়া ব্যক্তিদের পরিচয়ও জানাতে চাননি তদন্তকারীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *