‘ডন ৩’ ছবিতে জেমস বন্ডের আদলে ধরা দেবেন রণবীর! কবে শুরু শুটিং?

‘ডন ৩’ ছবিতে জেমস বন্ডের আদলে ধরা দেবেন রণবীর! কবে শুরু শুটিং?

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের যে কোনও ছবিতে রণবীর সিংয়ের অভিনয় মানেই তাতে থাকবে নতুন কিছু জাদু। এবারও তার ব্যতিক্রম নয়। ‘ধুরন্ধর’ ছবির হাত ধরে এবার ফের এক অন্য অবতারে ধরা দেবেন নায়ক। একইসঙ্গে দর্শক মুখিয়ে রয়েছেন তাঁকে বলিউডের কালজয়ী ছবি ‘ডন’ ছবিতে দেখার জন্যও। শোনা যাচ্ছে এবার নাকি ফারহান আখতার পরিচালিত ‘ডন ৩’ ছবির শুটিং শুরু করবেন রণবীর। কবে থেকে শুরু হবে ছবির শুটিং?

শোনা যাচ্ছে আগামী ১৫ অক্টোবর ‘ধুরন্ধর’-এর শুটিং শেষ করবেন রণবীর। এই ছবির শুটিং শেষ করার পর নাকি আগামী জানুয়ারি থেকেই ফারহানের ছবির জন্যও শুটিং শুরু করবেন রণবীর। তার আগে ‘ধুরন্ধর’-এর শুটিং শেষ করে ‘ডন ৩’-এর জন্যও প্রস্তুতি নিতে শুরু করবেন রণবীর। এখানেই শেষ নয়, শোনা যাচ্ছে এবার নাকি ‘ডন ৩’তে এক্কেবারে অন্যরকমভাবে রণবীরকে পাবেন দর্শক। জেমস বন্ডের আদলে এই ছবিতে দেখা যাবে নাকি রণবীরকে। ছবিতে দেখা যাবে কৃতি শ্যাননকেও।

উল্লেখ্য, ‘ধুরন্ধর’ ছবিতে রণবিরের অংশের শুটিং শেষ হলেও বাকি অংশের শুটিং চলবে আরও বেশ কিছুদিন। এরপর ছবির পোস্ট প্রোডাকশন এবং ছবির বেশ কিছু কাজ শেষ করতে লাগবে আরও খানিকটা সময়। আগামী ৫ ডিসেম্বর বড় পর্দায় ‘ধুরন্ধর’ ছবির হাত ধরে আবারও অ্যাকশন অবতারে ধরা দেবেন রণবীর সিং।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *