ট্রাম্পের শুল্কবাণের ধাক্কা, ভারত থেকে অর্ডার নেওয়া বন্ধ করছে অ্যামাজন!

ট্রাম্পের শুল্কবাণের ধাক্কা, ভারত থেকে অর্ডার নেওয়া বন্ধ করছে অ্যামাজন!

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত থেকে অর্ডার নেওয়া বন্ধ করতে চলেছে অ্যামাজন! একই পথে হাঁটতে পারে ওয়ালমার্ট, টার্গেট, গ্যাপের মতো সংস্থাগুলিও। সূত্র মারফত জানা গিয়েছে, ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ মার্কিন শুল্ক চাপানোর পর থেকেই এই সিদ্ধান্ত নিচ্ছে ই-কমার্স সংস্থাগুলি। মূলত কোপ পড়ছে ভারত থেকে রপ্তানি করা বস্ত্রের উপরেই।

বুধবার মার্কিন প্রেসিডেন্ট জানান, ভারতের উপর আরও ২৫ শতাংশ শুল্ক চাপানো হল। তাঁর কথায়, রাশিয়া থেকে ভারত এখনও তেল কেনা চালিয়ে যাচ্ছে। তার শাস্তিস্বরূপ বাড়তি কর বসানো হল ভারতীয় পণ্যের উপর। অর্থাৎ এবার ভারতীয় পণ্যের উপর মোট ৫০ শতাংশ শুল্ক চাপাবে আমেরিকা। এক্সিকিউটিভ অর্ডার সই করে ট্রাম্প জানান, ২১ দিন পর থেকে কার্যকর হবে ভারতের নয়া শুল্কহার।সেখানে স্পষ্ট লেখা হয়, ‘প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভারত বর্তমানে রুশ তেল আমদানি করছে। তাই আমার মনে হয় ভারতের উপর আরও বেশি শুল্ক চাপানো দরকার।’

ট্রাম্প ৫০ শতাংশ শুল্ক চাপানোর ফলে সবচেয়ে বেশি ধাক্কা খেতে চলেছে বস্ত্র রপ্তানি। আমেরিকার বাজারে বস্ত্রের অন্যতম প্রধান জোগানদাতা ভারত। বিভিন্ন প্রকার বস্ত্রের উপর যথাক্রমে ৬৩.৯ শতাংশ এবং ৬০.৩ শতাংশ কর বসবে। তারপর থেকেই অনির্দিষ্টকালের জন্য ভারত থেকে বস্ত্র আমদানি বন্ধ করেছে ই-কমার্স সংস্থাগুলি। কারণ হিসাবে বলা হচ্ছে, ভারত থেকে আমদানি করা পণ্যে যে বিপুল শুল্ক চাপবে, তার জেরে মার্কিন বাজারে ভারতীয় পণ্যের দাম ৩০ থেকে ৩৫ শতাংশ বৃদ্ধি পাবে। আমেরিকায় রপ্তানির ক্ষেত্রে ৫০ শতাংশ পর্যন্ত কাটছাঁট করা হতে পারে বলেও অনুমান।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *