টেস্ট কেরিয়ার কি শেষ করুণ নায়ারের? দল ঘোষণার পর ব্যাখ্যা আগরকরের

টেস্ট কেরিয়ার কি শেষ করুণ নায়ারের? দল ঘোষণার পর ব্যাখ্যা আগরকরের

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩০০০ দিনেরও বেশি সময় পর ভারতীয় টেস্ট দলে প্রত্যাবর্তন ঘটেছিল করুণ নায়ারের। ইংল্যান্ডে চার টেস্টে সুযোগ পেলেও বলার মতো কিছু করতে পারেননি। ফলে তাঁকে বাদ দিয়েই ক্যারিবিয়ান সিরিজে দল ঘোষণা করেছেন টিম ইন্ডিয়ার প্রধান নির্বাচক অজিত আগরকর। কেন করুণকে বাদ দেওয়া হল, সেই কারণ অবশ্য ব্যাখ্যা করেছেন আগরকর।

ইংল্যান্ডের মাটিতে চার টেস্টে সুযোগ পেলেও হতাশ করেছিলেন করুণ। আট ইনিংস মিলিয়ে তাঁর রান মাত্র ২০৫ রান। সেরা স্কোর ৫৭। সেই কারণে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাঁকে ‘তৃতীয়’ সুযোগ দেবেন কি না নির্বাচকরা, তা নিয়ে প্রশ্ন ছিলই। এই প্রসঙ্গে কী বলেছেন ভারতীয় দলের প্রধান নির্বাচক?

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দল থেকে বাদ পড়ার পর প্রশ্ন উঠছে, তাহলে কি টেস্ট কেরিয়ার শেষ হয়ে গেল করুণ নায়ারের? বৃহস্পতিবার করুণ নায়ারকে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আগরকর বলেন, “আমরা করুণের কাছ থেকে একটু বেশি আশা করেছিলাম। ও চারটি টেস্টে সুযোগ পেয়েছে। কিন্তু বলা হচ্ছে একটি ইনিংসের কথা। এটাই সত্য। আমরা মনে করি, এই মুহূর্তে পাড়িক্কলের আরও বেশি কিছু প্রাপ্য। আশা করি, সকলকে ১৫-২০টি টেস্ট দিতে পারব আমরা।”

আগরকর আরও বলেছেন, “বর্ডার-গাভাসকর ট্রফিতে টেস্ট দলে ছিল পাড়িক্কল। তাছাড়া ইংল্যান্ডের বিরুদ্ধে ধরমশালা টেস্টও খেলেছিল। ইন্ডিয়া এ দলের হয়ে নিজেকে প্রমাণও করেছে ও।” উল্লেখ্য, ভারতের হয়ে এখনও পর্যন্ত ২টি টেস্ট খেলেছেন পাড়িক্কল। সর্বোচ্চ রান ৬৫।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *