সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঝাড়খণ্ডে এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল চার যুবকের বিরুদ্ধে। ঘটনার তদন্তে নেমে চারজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার নির্যাতিতা বোয়ারিজোর এলাকায় এক আত্মীয়ের বাড়ি গিয়েছিল। এরপর সেখান থেকে সে স্থানীয় একটি মেলায় যায়। অভিযোগ, সেখানেই চার অভিযুক্তের মধ্যে একজনের সঙ্গে তাঁর পরিচয় হয়। অল্প সময়ের মধ্যেই তাদের ঘনিষ্ঠতা বাড়ে। এরপরই ওই যুবক নাবালিকাকে একটি ফাঁকা জায়গায় নিয়ে যায়। সেখানেই আসে বাকি তিন অভিযুক্ত। নাবালিকার অভিযোগ, টেনে হিঁচড়ে অন্ধকার জায়গায় নিয়ে গিয়ে তাঁকে গণধর্ষণ করে চার যুবক। তারপর তাকে সেখানেই ফেলে রেখে চম্পট দেয় অভিযুক্তরা। কোনও মতে সেখান থেকে বাড়ি ফেরে নির্যাতিতা। গোটা ঘটনাটি জানায় পরিবারের সদস্যদের। নাবালিকা এবং তাঁর পরিবারের অভিযোগের ভিত্তিতই তদন্তে নামে পুলিশ।
পুলিশ জানিয়েছে, অভিযোগের পরই তাদের খোঁজে তল্লাশি শুরু হয়। তারপর তাদের গ্রেপ্তার করা হয়। আদালতে হাজির করানো হলে বিচারক তাদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।