সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ত্রিশে এসভিএফ। আর জন্মদিনে ‘রিটার্ন গিফট’ পেল দর্শকরা। ‘গল্পের পার্বণ ১৪৩২’ যে একগুচ্ছ নতুন বাংলা কনটেন্টের ভিড়ে চমৎকার হতে চলেছে, তা বলাই বাহুল্য। তবে সিরিজের তালিকাও নেহাত নাতিদীর্ঘ নয়! শুভশ্রী গঙ্গোপাধ্যায়, মিমি চক্রবর্তী, পার্ণো মিত্ররা ওয়েব প্ল্যাটফর্মে ধরা দিতে চলেছেন একেবারে অন্য অবতারে। একগুচ্ছ সিরিজের পোস্টার প্রকাশ্যে নিয়ে এসে বড় চমক দিল হইচই। শুধু সিনেমা নয়, সিরিজেও বছরভর বাহারে কাটবে। দমফাটা হাসি, রগরগে থ্রিলার থেকে গা ছমছমে ভুতুড়ে সিরিজ, হইচই-এর সম্ভারে কী কী সিরিজ রয়েছে? জেনে নিন।
এসভিএফ, হইচই-এর সিরিজের তালিকায় রয়েছে একাধিক সিক্যুয়েল। ঋত্বিক চক্রবর্তীর ‘অ্যাডভোকেট অচিন্ত্য আইচ ২’, পরমব্রত পরিচালিত তথা চিরঞ্জিৎ-কাঞ্চনের দ্বৈরথ নিয়ে হাজির হবে ‘নিকষ ছায়া ২’। এছাড়াও তালিকায় রয়েছে ইশা সাহার ‘ইন্দু ৩’ এবং সৌমিতৃষা কুণ্ডুর ‘কালরাত্রি ২’। অদিতি রায় পরিচালিত তথা প্রিয়াঙ্কা সরকার অভিনীত ‘লজ্জা ২’-ও আসছে। এদিকে সৃজিত মুখোপাধ্যায় আগেভাগেই জানিয়ে দিয়েছিলেন যে তিনি আর ফেলুদা পরিচালনা করবেন না। সেই প্রেক্ষিতে টোটা রায়চৌধুরিকে নিয়ে সত্যান্বেষণের দায়িত্ব পড়েছে পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের উপর। এবারের ফেলুদা তৈরি হবে ‘রয়েল বেঙ্গল রহস্য’ নিয়ে। মহিলা কারাগারে কীভাবে অন্তঃসত্ত্বা হয়ে পড়ছেন কারাবন্দিরা? যেখানে কোনও পুরুষের প্রবেশের অনুমতি নেই। সাংবাদিকের ভূমিকায় রহস্য সমাধান করতে অবতরণ করবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। পরিচালনায় অদিতি রায়। সিরিজের নাম ‘অনুসন্ধান।’ তাইল্যান্ডের প্রেক্ষাপটে ‘নাগমণির রহস্য’ কাহন দেখা যাবে সায়ন্তন ঘোষালের পরিচালনায়। মুখ্য ভূমিকায় সোহিনী সরকার।
‘তোমাকেই চাই সিরিজে’ অভিনয় করছেন সুহত্র মুখোপাধ্যায়, মানালি মণীষা দে এবং সৃজলা গুহ। পরিচালনায় অরিজিৎ তোতন চক্রবর্তী। তালিকায় থাকা নির্ঝর মিত্রের ‘ডাইনি’র ঝলক ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। অভিনয়ে মিমি চক্রবর্তী। অনির্বাণ ভট্টাচার্য এবং পার্ণো মিত্রকে নিয়ে ভৌতিক সিরিজ ‘ভোগ’ নিয়ে আসছেন পরমব্রত। শুক্রবার পোস্টার প্রকাশ্যে আসতেই, দর্শক-অনুরাগীদের মধ্যে উন্মাদনার পারদ চড়েছে। কারণ পর পর দুটো ভৌতিক ওয়েব সিরিজে পরিচালক হিসেবে বেশ দক্ষতার স্বাক্ষর রেখেছেন পরম। সন্দীপ্তা সেনকে নিয়ে ‘বীরাঙ্গনা’ তৈরি করবেন নির্ঝর মিত্র। পুরুষতান্ত্রিক পুলিশ ফোর্সে এক বধূহত্যার মামলা নিয়ে মহিলা সাব ইনসপেক্টরের লড়াই দেখানো হবে সিরিজে। যে ভূমিকায় অভিনয় করবেন সন্দীপ্তা। কৌশিক হাফিজ এবং অনির্বাণ ভট্টাচার্য যৌথভাবে নিয়ে আসছেন ‘ভূত তেরিকি’। হরর কমেডি ঘরানার সিরিজে দেখা যাবে ঐশ্বর্য সেন, দ্বীপান্বিতা সরকার, আভেরি সিংহ রায় এবং দেবরাজ ভট্টাচার্যকে। চমক এখানেই শেষ নয়! হইচই টিভি স্পেশাল তালিকায় রয়েছে ঋতাভরী চক্রবর্তীর ‘শাখা প্রশাখা’। স্বামীর সম্পত্তির উত্তরাধিকার নিয়ে এক সিঙ্গল মায়ের লড়াইয়ের গল্প ফুটিয়ে তুলবেন ঋতাভরী। স্বস্তিকা দত্ত অভিনীত ‘আতঙ্ক’ ছাড়াও শ্রীরামকৃষ্ণের জীবনী নির্ভর একটি সিরিজ তৈরি হচ্ছে এসভিএফ, হইচইয়ের ব্যানারে।