চেয়ারম্যান জয় শাহর পর সিইও সংযোগ গুপ্তা, আইসিসিতে দাপট বাড়ল ভারতীয়দের

চেয়ারম্যান জয় শাহর পর সিইও সংযোগ গুপ্তা, আইসিসিতে দাপট বাড়ল ভারতীয়দের

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জয় শাহর পর এবার সংযোগ গুপ্তা। ফের আইসিসির উচ্চপদে বসলেন এক ভারতীয়। সোমবার বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার তরফে জানানো হয়, চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে দায়িত্ব নিচ্ছেন সংযোগ। এই নিয়ে সপ্তম সিইও পেল আইসিসি। সংযোগকে স্বাগত জানিয়েছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ।

বর্তমানে জিওস্টারের স্পোর্টস অ্যান্ড লাইভ বিভাগের সিইও হিসাবে কর্মরত সংযোগ। তাঁকেই আইসিসির পরবর্তী সিইও হিসাবে বেছে নিয়েছে আইসিসির নমিনেশন কমিটি। পাঁচ সদস্যের প্রত্যেকেই সম্মতি দিয়েছেন সংযোগের নিয়োগে। উল্লেখ্য, ২৫ দেশ থেকে আড়াই হাজারেরও বেশি আবেদন জমা পড়েছিল সিইও পদের জন্য। শেষ পর্যন্ত সিইও নিযুক্ত হয়ে আপ্লুত সংযোগ। তাঁর মতে, আগামী দিনে ক্রিকেটকে ভক্তদের আরও কাছে পৌঁছে দিতে কাজ করবেন তিনি।

উল্লেখ্য, আইসিসির নিরিখে চিফ এক্সিকিউটিভ অফিসার পদটি বেশ গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থার সূচি তৈরি, বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের সমন্বয়, আইসিসির সম্প্রচার স্বত্ত্ব, সবটাই দেখতে হয় চিফ এক্সিকিউটিভকে। তাছাড়া আইসিসির সদস্য দেশগুলির মধ্যে সমন্বয়ের কাজটাও চিফ এক্সিকিউটিভই করে থাকেন। এ হেন গুরুত্বপূর্ণ পদে বসেছেন সংযোগ। এতদিন আইসিসির চিফ এক্সিকিউটিভ পদে ছিলেন অস্ট্রেলিয়ার জিওফ অ্যালার্ডিস। তাঁর কার্যকাল শেষ হয়ে গিয়েছে। 

তবে দায়িত্ব নিয়ে একাধিক চ্যালেঞ্জ সামলাতে হবে তাঁকে। ভারত-পাক উত্তেজনার আবহে আর হয়তো আইসিসি টুর্নামেন্টেও পাকিস্তানের বিরুদ্ধে খেলতে চাইবে না টিম ইন্ডিয়া। সেক্ষেত্রে ধাক্কা খাবে সম্প্রচারকারীদের থেকে প্রাপ্ত আয়। আবার সূচি তৈরিও কঠিন হবে। এদিকে ফ্র্যাঞ্চাইজি লিগগুলির চাপে সংকুচিত হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের পরিসর। সেটাও নজর রাখতে হবে তাঁকে। সবমিলিয়ে কঠিন চ্যালেঞ্জের মধ্যেই সোমবার থেকে আইসিসি সিইও হিসাবে দায়িত্ব নিচ্ছেন সংযোগ। প্রসঙ্গত, ভারতীয় ক্রীড়া সম্প্রচারের জগতে সংযোগ গুপ্তা বেশ পরিচিত নাম। এতদিন তিনি কাজ করছেন জিও হটস্টারের ‘হেড অফ লাইভ স্পোর্টস’ হিসাবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *