রূপায়ণ গঙ্গোপাধ্যায়: বঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যর নেতৃত্বে গঠিত হতে চলা নতুন রাজ্য কমিটিতে প্রাধান্য থাকতে চলেছে পুরনোদেরই। যার প্রথম ইঙ্গিত মিলল শমীকের ঘোষণা করা জেলা সভাপতিদের নামেই। চার জেলার সভাপতির নাম ঘোষণা করলেন বঙ্গ বিজেপির নয়া সেনাপতি। যার মধ্যে ৩ জন পুরনো মুখ।
বুধবার শমীক চার জেলার সভাপতির নাম ঘোষণা করেছেন। দার্জিলিংয়ের সভাপতি হচ্ছেন সঞ্জীব তামাং। আগে তিনি বিজেপির মুখপাত্র ছিলেন। বিজেপিতে আসেন ২০১৮ সালে। তার আগে অবশ্য তিনি বিমল গুরুংয়ের অনুগামী ছিলেন। ফলে বিজেপির ভাবধারার সঙ্গে সম্পৃক্ত। পুরোনো মুখ বলা যেতে পারে। বারাকপুরের জেলা সভাপতি তাপস ঘোষ এবং বনগাঁর জেলা সভাপতি বিকাশ ঘোষ দুজনেই পুরনো মুখ। ঘাটালের জেলা সভাপতি পদে বদল করা হয়নি। ওই পদে থাকছেন তন্ময় ঘোষ।
আসলে শমীক সভাপতি হয়ে আসার পর বিজেপিতে পুরনোদের গুরুত্ব বাড়তে চলেছে। আরএসএসের দেওয়া ফরমুলাতেই নতুন রাজ্য কমিটি হতে চলেছে বঙ্গ বিজেপির। যেখানে ৬০ শতাংশের বেশি পুরনো নেতৃত্ব ও সংঘ ঘনিষ্ঠরা জায়গা পাবেন। ৪০ শতাংশের মতো রাখা হবে দলের নতুনদের মধ্যে থেকে। চলতি মাসের শেষে কিংবা সেপ্টেম্বরের শুরুতেই বঙ্গ বিজেপির ‘টিম শমীক’ তৈরি হয়ে যাবে। এক শমীক ঘনিষ্ঠের কথায়, ভাদ্রে নয় শ্রাবণেই হয়ে যাবে কমিটি। ছাব্বিশের নির্বাচনের কথা মাথায় রেখে দলের পুরনোদের পাশাপাশি কমিটিতে অভিজ্ঞদেরও গুরুত্ব দেওয়া হচ্ছে। রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সার্কুলার দিয়েছিল প্রতি কমিটিতে অর্ধেক পুরনোদের রাখতে হবে। কিন্তু আরএসএসের দেওয়া ফরমুলায় দলের পুরনোদের জন্য নয়া কমিটিতে ৭০ শতাংশ পর্যন্ত জায়গা থাকবে। রাজ্য পদাধিকারী থেকে জেলা পদাধিকারী গঠনে এই একই ফরমুলা থাকবে। সেই ফর্মুলা মেনেই জেলা সভাপতি পদে পুরনোদের প্রাধান্য দেবেন শমীক।
প্রসঙ্গত, ১৫ আগস্টের মধ্যে জেলা কমিটিগুলি তৈরি করে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, কয়েকটি জেলার কাজে অখুশি কেন্দ্রীয় নেতৃত্ব। আটটি জেলার সভাপতি ফের বদল করা হতে পারে। কলকাতা ও শহরতলি, উত্তর ২৪ পরগনা জেলার কয়েকটি সাংগঠনিক জেলা কমিটি রয়েছে। এর মধ্যে চারটি জেলার সভাপতি বদলে ফেলা হল।