চলতি সপ্তাহেই শপথ নেবেন কালীগঞ্জের বিধায়ক, শপথ পাঠ বিধানসভায়

চলতি সপ্তাহেই শপথ নেবেন কালীগঞ্জের বিধায়ক, শপথ পাঠ বিধানসভায়

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: কালীগঞ্জের নবনির্বাচিত তৃণমূল বিধায়ক আলিফা আহমেদের শপথ হবে আগামী বুধবার। গত বৃহস্পতিবার তাঁর শপথ পাঠের অনুমতি চেয়ে পরিষদীয় দপ্তরের তরফে চিঠি পাঠানো হয় রাজভবনে। রাজ‌্যপাল অধ‌্যক্ষকে সেই শপথ পাঠের অনুমতি দিয়েছেন। সেই অনুযায়ী আগামী বুধবার দুপুরে বিধানসভা ভবনে শপথ পাঠের ব‌্যবস্থা হয়েছে।

কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের মৃত্যুতে গত ১৯ জুন উপনির্বাচন হয়। ২৩ জুন উপনির্বাচনের ফলপ্রকাশ। গণনার শুরু থেকেই ব্যবধান বাড়াতে বাড়াতে এগিয়ে চলেছিলেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। অষ্টাদশ রাউন্ডের পরই দেখা যায়, ২০২১-এর বিধানসভা নির্বাচনে প্রয়াত বিধায়কের ব্যবধান ছাপিয়ে গিয়েছেন তিনি।

কালীগঞ্জের এই ফলাফল ২০২৬-এ বিধানসভা নির্বাচনের আগে কার্যত অ্যাসিড টেস্ট ছিল শাসক, বিরোধী সব শিবিরের কাছেই।সেই লড়াইয়ে তরুণ মুখ বছর আটত্রিশের আলিফাকে এগিয়ে দিয়েছিল শাসক শিবির। প্রয়াত বিধায়ক বাবার যোগ্য মেয়ে হিসেবে সেই ভরসা রেখেছেন। কমিশন সূত্রে খবর, গণনা শেষে ৫০ হাজারের বেশি ভোটে জিতেছেন আলিফা আহমেদ।যা ২০২১-এর ব্যবধানের চেয়ে বেশি।ছাব্বিশের আগে এই জয় ঘাসফুল শিবিরে ভরপুর অক্সিজেন জোগাল, তা বলাই বাহুল্য। এবার শপথ নিয়ে তাঁর পরিষদীয় রাজনীতিতে পা রাখার পালা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *