চর্মশিল্পে বাংলাই সেরা! সংসদীয় কমিটিতে মানলেন যোগীরাজ্যের বিজেপি সাংসদ

চর্মশিল্পে বাংলাই সেরা! সংসদীয় কমিটিতে মানলেন যোগীরাজ্যের বিজেপি সাংসদ

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


নন্দিতা রায়, নয়াদিল্লি: চর্মশিল্পে বাংলাই দেশের মধ্যে সেরা, মেনে নিলেন উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চর্ম ও কুটির শিল্পের বিপণন কেন্দ্র উদ্বোধনের দিনই চর্মশিল্পের ক্ষেত্রে বাংলার অগ্রগতি দেশের মধ্যে সেরা এবং এর কৃতিত্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরই বলে মন্তব্য করেছেন যোগীরাজ্যের বিজেপি সাংসদ।

বৃহ্স্পতিবার সংসদের বাণিজ্য বিষয়ক স্থায়ী কমিটির বৈঠকে চর্মশিল্পের ভবিষ্যত নিয়ে আলোচনায় দেশের বিভিন্ন বণিকসভার সদস্যদের উপস্থিতিতে বাংলার চর্মশিল্পের অগ্রগতির প্রসঙ্গ ওঠে। সূত্রের খবর, সেখানেই কানপুরের বিজেপি সাংসদ রমেশ অবস্তি চর্মশিল্পে বর্তমানে দেশের মধ্যে সেরা যে বাংলাই, সেটা মেনে নিয়েছেন। সেই সঙ্গে তিনি এটাও মেনে নিয়েছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গেল উইন্ডো সিস্টেমের জন্যই বাংলার ট্যানারি শিল্পের এত উন্নতি।

চর্মশিল্পের জন্য কানপুরের সুনাম রয়েছে। সেখানকার বিজেপি সাংসদের মুখে বাংলা এবং মুখ্যমন্ত্রী মমতার প্রশংসায় কমিটিতে থাকা অন্যান্য সদস্যেদর মধ্যে অনেকেই সায় দিয়েছেন বলে সূত্র মারফত জানা গিয়েছে। উল্লেখ্য, এই কমিটির চেয়ারম্যান তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ দোলা সেন। পরে দোলাকে এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বৈঠক নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। তবে তিনিও দাবি করেছেন, চর্মশিল্পে বাংলার অগ্রগতি চোখে পড়ার মতো। এ ক্ষেত্রে বাংলা দেশের অন্যান্য সব রাজ্যকে ছাপিয়ে গিয়ে গিয়েছে। দোলা সেনের দাবি, রাজ্যের ট্যানারি শিল্পের এই উন্নতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই সম্ভবপর হয়েছে সেকথা সকলকেই মেনে নিতে হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *