সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল আফগানিস্তান। রবিবার ১৭ সদস্যের দল ঘোষণা করেছে আফগান ক্রিকেট বোর্ড। স্পিন আক্রমণকে শক্তিশালী করার লক্ষ্যে দলে ফিরেছেন মুজিব উর রহমান এবং আল্লাহ গজনফর। এই দুই তারকা বছরের শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেননি।
তবে দল গঠন নিয়ে খুব বিশেষ পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটেননি আফগানিস্তানের নির্বাচকরা। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, এই আফগান দলের বোলিং আক্রমণ প্রতিযোগিতার অন্যতম সেরা। বিশেষত তাদের স্পিন বিভাগ। আফগানিস্তানকে নেতৃত্ব দেবেন রশিদ খান। তাছাড়াও স্পিনার হিসাবে দলকে ভরসা জোগাতে তৈরি মহম্মদ নবি।
২০২৪ সালের ডিসেম্বরের পর দলে সুযোগ পেয়েছেন পেস বোলার নবীন উল হক। দলে রয়েছেন পেসার ফজলহক ফারুকি, অলরাউন্ডার আজমাতুল্লাহ ওমরজাই। আইসিসি’র শেষ তিনটে সাদা বলের টুর্নামেন্টে ভারতের পর এশিয়ার দ্বিতীয় সেরা দল হিসাবে উঠে এসেছে আফগানিস্তান। এশিয়া কাপে তাদের হালকাভাবে নিলে ভুল করবে বিপক্ষ দল।
আসন্ন এশিয়া কাপে ‘বি’ গ্রুপে শ্রীলঙ্কা, বাংলাদেশ, শ্রীলঙ্কার সঙ্গে রয়েছে আফগানিস্তান। ৯ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ দিয়ে আফগানিস্তান তাদের এশিয়া কাপ অভিযান শুরু করবে। সুপার ফোরে ভারতের মুখোমুখি হতে পারে আফগানিস্তান।
আফগানিস্তান স্কোয়াড: রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, দরবেশ রসুলি, সেদিকুল্লাহ আটাল, আজমতুল্লাহ ওমরজাই, করিম জানাত, মহম্মদ নবি, গুলবাদিন নায়েব, শরাফুদ্দিন আশরাফ, মহম্মদ ইসহাক, নূর আহমদ, মুজিব উর রহমান, আল্লাহ গজনফর, ফরিদ মালিক, নবীন উল হক, ফজলহক ফারুক।