খেলার সময় পাঁচতলার জানলা গলে নিচে পড়ে মৃত্যু একরত্তির! মর্মান্তিক ঘটনা হাওড়ায়

খেলার সময় পাঁচতলার জানলা গলে নিচে পড়ে মৃত্যু একরত্তির! মর্মান্তিক ঘটনা হাওড়ায়

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


অরিজিৎ গুপ্ত, হাওড়া: খাটের ধারেই জানলা। সেই স্লাইডিং জানলা খোলা ছিল। খাটের উপর খেলা করছিল তিন বছরের শিশু। খেলার সময় পাঁচতলার ওই জানলা দিয়ে নিচে পড়ে গেল ওই শিশু! মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হাওড়ার দাশনগর এলাকায়। মৃত ওই শিশুর নাম অভয় পোড়েল। ঘটনায় শোকের ছায়া এলাকায়।

জানা গিয়েছে, দাশনগরের বালিটিকুরির নস্করপাড়ায় পাঁচতলায় ওই পোড়েল পরিবারের বাস। বাবা-মায়ের সঙ্গেই ঘর আলো করে থাকত তিন বছরের ওই ছোট্ট শিশু। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে শিশুটির বাবা সোমনাথ পোড়েল ঘরে বসে দুপুরের খাবার খাচ্ছিলেন। শিশুটির মা শিশুটির বাবাকে খেতে দিয়ে বাথরুমে হাত ধুতে গিয়েছিলেন। বাবা ও মায়ের নজর এড়িয়ে সেইসময় শিশুটি ঘরের খাটে বসে একাই খেলছিল। খাটের সামনেই ছিল বড় স্লাইডিং জানলা। স্লাইডিং অংশটিও এদিন খোলা ছিল। আর খেলার সময় জানলার দিকে চলে যায় সে। কোনও কিছু বুঝে ওঠার আগেই সে উপর থেকে পড়ে যায়।

সশব্দে শিশুটিকে একেবারে রাস্তার উপর পড়তে দেখেন স্থানীয় বাসিন্দারা। প্রথমে স্থানীয় এক মহিলার নজরে বিষয়টি আসে। মর্মান্তিক ঘটনাটি ঘটতেই শিশুটির বাবা, মা-সহ পরিবারের অন্যান্য সদস্যরা নিচে ছুটে নামেন। দ্রুত শিশুটিকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুতর জখম অবস্থায় ভর্তি করা হয় সেখানেই। যদিও শেষরক্ষা হয়নি। বিকেলের পর হাসপাতালেই মারা যায় ওই একরত্তি। ঘটনার খবর পেয়ে হাসপাতাল ও ঘটনাস্থলে যায় দাশনগর থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *