খুঁজে মারা শুরু! পহেলগাঁও হামলার ৭২ ঘণ্টার মধ্যে কাশ্মীরে নিকেশ শীর্ষ লস্কর জঙ্গি

খুঁজে মারা শুরু! পহেলগাঁও হামলার ৭২ ঘণ্টার মধ্যে কাশ্মীরে নিকেশ শীর্ষ লস্কর জঙ্গি

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


সোমনাথ রায়, কাশ্মীর: পহেলগাঁও হামলার পর ৭২ ঘণ্টা পেরোয়নি। কাশ্মীর জুড়ে জঙ্গিদমন অভিযানে বড়সড় সাফল্য পেল ভারতীয় সেনা। বান্দিপোরায় সেনা অভিযানে নিকেশ শীর্ষ লস্কর জঙ্গি। মৃত আলতাফ লালি কাশ্মীরে লস্করের অন্যতম কম্যান্ডার এবং রিক্রুটার ছিল বলে খবর। পহেলগাঁও হামলার সঙ্গে লালির সরাসরি যোগ ছিল কিনা খতিয়ে দেখছে সেনা।

পহেলগাঁও হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একেবারে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, সন্ত্রাসবাদকে সমূলে উৎখাত করবে ভারত। সন্ত্রাসবাদীরা যে প্রান্তেই থাক তাদের খুঁজে বের করে মারা হবে। প্রধানমন্ত্রী যখন একথা বলছেন, ততক্ষণে কাশ্মীরজুড়ে শুরু হয়ে গিয়েছে চিরুনি তল্লাশি। সেনার সেই অভিযানেই নিকেশ হল লালি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *