ক্লাস চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ছাদের চাঙড়! বালুরঘাটে জখম পড়ুয়া

ক্লাস চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ছাদের চাঙড়! বালুরঘাটে জখম পড়ুয়া

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


রাজা দাস, বালুরঘাট: ক্লাস চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ছাদের চাঙড়। আহত চতুর্থ শ্রেণির পড়ুয়া। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি ব্লকের বেড়ইল প্রাথমিক বিদ্যালয়ে। কর্তৃপক্ষর বিরুদ্ধে মুখ খুলেছেন খোদ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। দ্রুত ওই বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নতির দাবি জানিয়েছেন ক্ষুব্ধ অবিভাবক-সহ বিদ্যালয়ের শিক্ষকরা।

জানা গিয়েছে, অনান্যদিনের মতোই সোমবার স্বাভাবিকভাবেই বিদ্যালয়ের পঠনপাঠন চলছিল। তৃতীয় ক্লাস চলাকালীন চতুর্থ শ্রেণির ঘরে ছাদ থেকে চাঙড় ভেঙে পরে ছাত্রদের মাথায়। হিরণ সরকার (১০) নামে এক ছাত্র আহত হয়। অল্পের জন্য রক্ষা পায় অন্য পড়ুয়ারা। দ্রুত আহত পড়ুয়াকে উদ্ধার করে শিক্ষক ও অভিভাবকরা নিয়ে যান স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে। প্রাথমিক চিকিৎসার পর অবশ্য ছেড়ে দেওয়া হয়েছে তাকে। এই ঘটনায় রীতিমতো আতঙ্ক পড়ুয়া থেকে অবিভাবক এবং শিক্ষকদের মধ্যে।

আহত ছাত্রর বাবা বিকাশ সরকার বলেন, “বহু পুরনো স্কুল। বিল্ডিংটি ড্যামেজ হয়ে রয়েছে। মাঝেমধ্যেই ছাদের প্লাস্টার ভেঙে পরে। তবে এবার তার ছেলের মাথায় পড়েছে। খুবই আতঙ্কে আছি। বিল্ডিং সংস্কার না করলে সন্তানদের পাঠানো যাবে না বিদ্যালয়ে।” বেড়ইল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাচরণ সরকার বলেন, “১৯৫৬ সালে বিল্ডিংটি তৈরি হয়। এরপর আর সংস্কার হয়নি। বহুবার ছবি-সহ আবেদন জানিয়েছি উর্ধ্বতন কর্তৃপক্ষকে। অথচ নজর নেই তাঁদের।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *