দেবব্রত মণ্ডল, বারুইপুর: ক্যানিং স্টেশনে পর্যটকদের দাদাগিরি! এক সিআরপিএফ জওয়ানকে মারধরের অভিযোগ। ঘটনার প্রতিবাদে ক্যানিং স্টেশনে বিক্ষোভ এলাকার ব্যবসায়ীদের। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।
ক্যানিং সুন্দরবনের প্রবেশদ্বার। প্রায় সব সময় এই স্টেশনে ভিড় থাকে। ছুটি কাটিয়ে ডিউটিতে যোগ দিতে ক্যানিং স্টেশনে ট্রেন ধরার জন্য দাঁড়িয়ে ছিলেন ওই জওয়ান। স্টেশনে ভিড় থাকায় ধাক্কাধাক্কিতে এক মহিলার গায়ে পড়ে যান জওয়ান। মহিলা বর্ধমান থেকে সুন্দরবন ঘুরতে গিয়েছিলেন। এই ঘটনার পর বর্ধমান থেকে সুন্দরবনে ঘুরতে আসা পর্যটকদল তা নিয়ে ‘হল্লা’ শুরু করেন। ঘটনার প্রতিবাদ জানান ওই মহিলা। পর্যটকরা অভিযোগ তুলতে থাকেন, জওয়ান ইচ্ছাকৃত মহিলার গায়ে পড়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, ঘটনায় সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নেন জওয়ান। কিন্তু তাতে কাজ হয়নি।
স্থানীয়রা জানান, বীরভূমের ওই পর্যটকের দল জওয়ানের উপর চড়াও হন। তাঁকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। এমনকী জওয়ানকে জুতো মারা হয়েছে বলেও অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে ক্যানিং স্টেশন চত্বরে উত্তেজনা ছড়ায়। ব্যবসায়ীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরে রেল পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।