বিক্রম রায়, কোচবিহার: কোচবিহার-২ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজু দেকে গুলি কাণ্ডে আটক বিজেপি বিধায়ক সুকুমার রায়ের বড়ছেলে। তাঁকে থানায় নিয়ে গিয়েছে পুলিশ। সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সূত্র মারফত খবর, বিধায়কের ছোট ছেলেকেও খুঁজছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে তৃণমূল নেতা রাজুকে লক্ষ্য করে গুলি চলে। গুলিটি লাগে তাঁর ডান কাঁধে। অভিযোগ ওঠে বিজেপি আশ্রিত দুষ্কৃতী গুলি চালিয়েছে। তদন্তে নামে পুলিশ। ঘটনায় প্রাথমিক ভাবে কোচবিহার উত্তরের বিধায়ক সুকুমার রায়ের ছেলেদের যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে বলে উঠে আসে। বড় ছেলেকে থানায় নিয়ে আসা হয়েছে। তবে তাঁকে গ্রেপ্তার করা হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। সূত্র মারফত জানা যাচ্ছে, ছোট ছেলের খোঁজ চলছে।
বৃহস্পতিবার রাতে ঝিনাইডাঙা থেকে ফিরছিলেন তৃণমূল নেতা রাজু দে। অভিযোগ, সেই সময় একটি গাড়িতে করে এসে দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিটি লাগে তাঁর ডান কাঁধে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন রাজু। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। বর্তমানে সেখানে চিকিৎসা চলছে তাঁর।
কিন্তু কেন এই হামলা? নেপথ্যে কারা? তৃণমূলের দাবি, এই হামলা চালিয়েছে বিজেপি। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। স্থানীয় বিজেপি নেতাদের কথায়, তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরেই এই ঘটনা। এর সঙ্গে বিজেপির কোনও নেতা-কর্মীর কোনও যোগ নেই। ঘটনাস্থল ও সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। দ্রুতই অপরাধী ধরা পড়বে বলেই আশ্বাস তদন্তকারীদের।