বিক্রম রায়, কোচবিহার: রাস্তায় ইতিউতি ছড়িয়ে নোট! হাতে তুলতেই একেবারে অবাক কাণ্ড। এ তো ভারতীয় নোট নয়! পাকিস্তানের নোট যে। আর তা নিয়েই একেবারেই হৈহৈ কাণ্ড মেখলিগঞ্জ ব্লকের রাণীরহাট গ্রাম পঞ্চায়েতের মোটা সন্ন্যাসী থানা এলাকায়। রহস্যজনকভাবে এই পাকিস্তানের নোটগুলি উদ্ধার করেন স্থানীয় এক যুবক। কিন্তু কীভাবে পাকিস্তানি ওই নোটগুলি মেখলিগঞ্জের মতো গ্রামীণ এলাকায় এলাকায় এল? সেটাই ভাবাচ্ছে স্থানীয়দের। বিশেষ করে সীমান্ত ঘেরা ওই এলাকা। ফলে সেখানে পাকিস্তানের নোট উদ্ধারে চিন্তিত এলাকার মানুষজন। এই বিষয়ে প্রশাসন যাতে দ্রুত ব্যবস্থা নেয়, সেই দাবি জানিয়েছেন স্থানীয়রা। যদিও পুলিশের তরফে ইতিমধ্যে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্থানীয় এক যুবক প্রফুল্ল রায় মঙ্গলবার রাতে বাজার করতে বেরিয়েছিলেন। হঠাৎ করেই রাস্তায় লক্ষ্য করেন দুটি নোট পড়ে আছে। কৌতূহলবশত সেই নোট হাতে তুলে নিতেই একেবারে চমকে ওঠেন। দেখেন, নোটের উপর বড় বড় করে লেখা, ‘স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তান’। প্রফুল্ল জানিয়েছেন, ‘একটি ১০০ টাকার নোট এবং একটি ১০ টাকার নোট পেয়েছেন। নোটের উপর উর্দু হরফ লেখা।’ স্থানীয় ওই যুবকের দাবি, মাত্র দুটি নোটই তিনি পেয়েছে, তবে আর কোনও নোট ছড়িয়েছিল না তা তিনি জানেন না।

এই ঘটনা জানাজানি হতেই এলাকায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়। অদ্ভুত এই ঘটনায় আতঙ্কিত স্থানীয় মানুষজন। পাকিস্তানের নোট উদ্ধারের ঘটনায় বড় কোনও রহস্য লুকিয়ে নেই তো? যা নিয়ে ক্রমশ বাড়ছে আতঙ্ক। শুধু তাই নয়, ঘটনা নিয়ে এলাকাজুড়ে বিভিন্ন জল্পনাও তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি, এই ঘটনা পুলিশ প্রশাসনকে গুরুত্ব দিয়ে দেখা উচিৎ। কখনই হালকা ভাবে নেওয়া উচিৎ নয়, না হলে বিপদ আরও বাড়তে পারে বলে আশঙ্কা স্থানীয় মানুষজনের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন