কুণালকে কুরুচিকর ভাষায় আক্রমণ মীনাক্ষীর, হেসে ওড়ালেন তৃণমূল নেতা!

কুণালকে কুরুচিকর ভাষায় আক্রমণ মীনাক্ষীর, হেসে ওড়ালেন তৃণমূল নেতা!

স্বাস্থ্য/HEALTH
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কালীগঞ্জে বোমাবাজিতে নাবালিকার মৃত্যুতে সিপিএমের প্রতিবাদ সভা নিয়ে তুমুল রাজনৈতিক বিতর্ক। সেই সভা থেকে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে অশ্রাব্য ভাষায় গালাগালির ভিডিও রীতিমতো ভাইরাল। তৃণমূল নেতার নাম উল্লেখ করে সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের সেই মন্তব্য অবশ্য ফুৎকারে উড়িয়েছেন দলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি হাসতে হাসতেই বললেন, ”মীনাক্ষী আমার চেয়ে অনেক ছোট। ওর কথার জবাব রাজনৈতিকভাবে দেওয়ার প্রবৃত্তি নেই। আর তাছাড়া যা বলেছে, তা তো আমার মনে হচ্ছে, খুবই আমোদের কথা।” মীনাক্ষীর আক্রমণের জবাব সোশাল মিডিয়ায় দিয়েছেন দলের আইটি সেলের প্রধান তথা তরুণ নেতা দেবাংশু ভট্টাচার্যও। তাঁর পালটা হুঁশিয়ারি, ”আমরাও এই ভাষায় কথা বলা শুরু করলে…।”

গত ২৩ জুন কালীগঞ্জে উপনির্বাচনের ফলপ্রকাশের দিন মোলান্দি গ্রামে বোমা বিস্ফোরণে মৃত্যু হয় এক নাবালিকার। ঘটনার খবর পেয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তাঁর কথা মেনে ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ। শনিবার সেখানে প্রতিবাদ সভা ছিল সিপিএমের। সভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিএমের যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় নিশানা করেন তৃণমূলকে। শাসকদলের মুখপাত্রর নাম উল্লেখ করে তিনি রীতিমতো কুরুচিকর ভাষায় আক্রমণ করেন। কুণাল ঘোষের জন্ম পরিচয় নিয়ে কথা বলেন মীনাক্ষী।



এর জবাবে রবিবার সাংবাদিক সম্মেলন করে কুণাল ঘোষ বলেন, ”আমার এক শুভানুধ্যায়ী জানালেন যে মীনাক্ষী আমাকে খুবই কুরুচিকর আক্রমণ করেছে। মীনাক্ষী অনেক ছোট আমার চেয়ে। ও এতই উত্তেজিত যে ভাষাও সংবরণ করতে পারেনি। ওর কথার জবাব দেওয়ার ইচ্ছা, রুচি আমার নেই। কেনই বা শ্যাওড়াগাছের শাকচুন্নির কথার জবাব দেব? বরং আমি বলব, যা বলেছে খুবই আমোদের কথা।” মীনাক্ষীর আক্রমণের জবাবে তিনি নিজের বাবা-মায়ের পরিচয়ও এদিন তুলে ধরেছেন প্রকাশ্যে। এও বলেন, ”একটা দলের আমি মুখপাত্র,দলের হয়ে কথা বলি। সেসব কথা তারা (সিপিএম) নিতেই পারছে না। তাই আমাকে এত আক্রমণ। এটা তো দলের মুখপাত্র, রাজনৈতিক নেতা হিসেবে আমার সাফল্য।”

সোশাল মিডিয়ায় মীনাক্ষীকে পালটা একহাত নিয়েছেন তৃণমূলের তরুণ নেতা দেবাংশু ভট্টাচার্যও। ফেসবুকে রীতিমতো হুঁশিয়ারির সুরে তিনি লিখেছেন, ”একই ভাষা ব্যবহার করে পাল্টা প্রত্যুত্তর দেওয়া শুরু করবো আমরা? ”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *