‘কিছুতেই কন্নড়ে কথা বলব না’, SBI কর্মীর আপত্তি ঘিরে বিতর্ক কর্নাটকে! হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে ডাক বিক্ষোভের

‘কিছুতেই কন্নড়ে কথা বলব না’, SBI কর্মীর আপত্তি ঘিরে বিতর্ক কর্নাটকে! হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে ডাক বিক্ষোভের

স্বাস্থ্য/HEALTH
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রাহকের অনুরোধেও কন্নড় ভাষায় কথা বলতে নারাজ কর্নাটকের এসবিআই কর্মী। যাকে ঘিরে ঘনাল বিতর্ক। অভিযোগ, বারবার অনুরোধ করা সত্ত্বেও ওই কর্মী নিজের বক্তব্যে অনড় থাকেন। তাঁকে বলতে শোনা যায়, ”আমি কিছুতেই কন্নড় ভাষায় কথা বলতে পারব না।” ইতিমধ্যেই কন্নড়পন্থী সংগঠন কর্নাটক রক্ষণা ভেদিকে তথা কেআরভি রাজ্যজুড়ে আন্দোলনের ডাক দিয়েছেন। আজ, বুধবারই দু’টি বিক্ষোভ মিছিল করা হবে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে।

এদিকে ভাইরাল হয়ে গিয়েছে, রাজ্যের আনেকাল তালুকে এসবিআইয়ের সূর্যনগর শাখার ওই ঘটনার ভিডিও। ভিডিওয় দেখা যাচ্ছে, একজন গ্রাহকের সঙ্গে এসবিআইয়ের এক কর্মীর বচসা। ওই কর্মী গ্রাহকের অনুরোধ প্রত্যাখ্যান করে বলেন, তিনি কিছুতেই স্থানীয় ভাষায় কথা বলবেন না। এমনকী, তিনি ওই গ্রাহককে অনুরোধও করেন, ঘটনাটির ভিডিও করে রাখতে। দাবি করেন, কন্নড় ভাষায় কথা বলতেই হবে, এমনটা বাধ্যতামূলক কিনা।

এক্সে ছড়িয়ে পড়েছে ঘটনার ভিডিও। এক ইউজার এসবিআই ও অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে ট্যাগ করে দাবি করেন, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কর্মী হিন্দি আগ্রাসন চালাতে চেষ্টা করেছেন গ্রাহকের উপরে। এবং সেই কারণে অপব্যবহার করে আরবিআইয়ের গাইডলাইনও তিনি মেনে চলেননি। বিক্ষোভের মুখে পড়ে এসবিআইয়ের তরফে পরে একটি বিবৃতি পেশ করা হয়। তাতে বলা হয়েছে, ‘দক্ষিণ বেঙ্গালুরুর সূর্যনগর শাখায় ঘটা সাম্প্রতিক ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে মূল্যায়ন করা হচ্ছে।’
প্রসঙ্গত, হিন্দি আগ্রাসনের অভিযোগে সম্প্রতি বারবার উত্তাল হতে দেখা গিয়েছে তামিলনাড়ুকে। গত মাসেই মহারাষ্ট্রে প্রাথমিক শিক্ষায় বাধ্যতামূলক করা হয়েছে হিন্দি শেখা। সেক্ষেত্রেও উঠেছে আগ্রাসনের অভিযোগ। এবার কর্নাটকেও একই অভিযোগ উঠল এসবি কর্মীর আচরণকে কেন্দ্র করে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *