সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধীরে ধীরে যেন পরত খুলে যাচ্ছে। সম্প্রতি ধোনিকে তিনি কাঠগড়ায় তুলেছিলেন। ঘটনার ১৬ বছর পর অভিযোগ জানিয়ে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা জানিয়েছিলেন, ২০০৯ সালে তাঁর বাদ পড়ার নেপথ্যে ছিলেন ধোনি। আর এবার গ্রেগ চ্যাপেলকে নিয়ে বিস্ফোরক ইরফান পাঠান। ভারতীয় ক্রিকেটে গ্রেগ চ্যাপেল অধ্যায় অতীত হয়েও তার রেশ এখনও রয়েছে। সৌরভ-চ্যাপেল পর্ব সকলেরই জানা। ইরফান-চ্যাপেল পর্বও কম চর্চিত নয়। অনেকেই বলেন, পাঠানের হাতের ধনুকের মতো বাঁক খাওয়ানো সুইং হারিয়ে গিয়েছে গ্রেগের জন্যই। ভারতীয় দলের প্রাক্তন কোচকে রীতিমতো তোপ দেগে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার জানিয়েছেন, গুরুতর এক বিষয়ে চ্যাপেলের সঙ্গে একান্তে কথাও বলেছিলেন তিনি।
লালানটপে ইরফান বলেন, “সিনিয়র এবং জুনিয়র ক্রিকেটারদের সম্মান দেখানোর নিজস্ব ধরন ছিল চ্যাপেলের। কিন্তু একটু বেশিই আগ্রাসী ছিলেন। মুখের উপর বলে দিতেন, ভালো খেলতে না পারলে বাদ দিয়ে দেওয়া হবে। এমন কথা সকলের সামনেই বলতেন। আমার মনে হয়েছিল, এই ধরনের নীতি খুবই কড়া। একবার তো চ্যাপেলের সঙ্গে একান্তে এই বিষয়ে কথাও বলেছিলাম।”
পাঠানের সংযোজন, “আমি তাঁকে বলি, বাদ পড়ার ব্যাপারে যে নীতি নিয়েছেন, তা জানি। কিন্তু সেটা এভাবে বললে তো নিরাপত্তাহীনতা তৈরি হয়। এমন কথা শোনার পর তিনি আমার দিকে অবাক হয়ে তাকিয়েছিলেন। একটু বিরক্তও হয়েছিল। পরে বুঝতে পারেন যে, আমিই ঠিক।”
ইরফান মনে করেন, চ্যাপেল যদি ভারতীয় দলের সংস্কৃতিকে সম্মান করতেন, তবে একজন সফল কোচ হতেন। তাঁর কথায়, “আমি যদি বাংলাদেশ, শ্রীলঙ্কা বা ইংল্যান্ডে কোচ হিসেবে যাই এবং সেই দেশের সংস্কৃতি না মেনে চলি, তাহলে তো ওই দেশের খেলোয়াড়রা আমাকে মেনে চলবে না। গ্রেগ চ্যাপেলের উদ্দেশ্য হয়তো সঠিক ছিল। কিন্তু তিনি অস্ট্রেলিয়ান সংস্কৃতি আমদানি করতে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন, আমরা হার্ড ক্রিকেট খেলি। সমস্যা হল, কে কোন পটভূমি থেকে এসেছে, কিছুই পরোয়া করতেন না। বিষয়টা অন্যভাবেও সামলাতে পারতেন তিনি।”