কাশ্মীরিদের পাশে দাঁড়িয়ে ট্রোলড পহেলগাঁওয়ে শহিদের স্ত্রী, নিন্দুকদের তোপ মহিলা কমিশনের

কাশ্মীরিদের পাশে দাঁড়িয়ে ট্রোলড পহেলগাঁওয়ে শহিদের স্ত্রী, নিন্দুকদের তোপ মহিলা কমিশনের

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীরিদের পাশে দাঁড়িয়ে সোশাল মিডিয়ায় নেটিজেনদের তীব্র কটাক্ষের মুখে পহেলগাঁও সন্ত্রাসে শহিদ নৌসেনা আধিকারিকের স্ত্রী। সোশাল মিডিয়ায় তাঁর পোস্টের জেরে শহিদ লেফটেন্যান্ট বিনয় নারওয়ালের স্ত্রী হিমাংশী নারওয়ালকে উদ্দেশ্য করে শুরু হয়েছে কুরুচিকর আক্রমণ। এই ঘটনায় হিমাংশীর পাশে দাঁড়াল জাতীয় মহিলা কমিশন। এই ধরনের ট্রোলিংকে ‘দুর্ভাগ্যজনক ও নিন্দনীয়’ বলে সরব হল কমিশন।

স্বামীর মৃত্যুর ঘটনায় দেশের অন্দরে যে বিদ্বেষের আগুন জ্বলে উঠেছে তার প্রেক্ষিতে সোশাল মিডিয়ায় সম্প্রতি একটি বার্তা দেন সদ্য বিধবা হওয়া হিমাংশী। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘আমি চাই গোটা দেশ আমার স্বামীর জন্য প্রার্থনা করুক যাতে তাঁর আত্মা শান্তি পায়। একইসঙ্গে আমার অনুরোধ, এই ঘটনায় জন্য দেশের মুসলিম ও কাশ্মীরিদের দায়ী করে বিদ্বেষ ছড়াবেন না। আমি শান্তি চাই। শুধুই শান্তি।’ এই বার্তা সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েই হিমাংশীকে উদ্দেশ্য করে সোশাল মিডিয়ায় ধেয়ে আসে তুমুল কটাক্ষ। তাঁকে ব্যক্তি আক্রমণ করার পাশাপাশি অশ্লীল মন্তব্য করা হয় নেটিজেনদের তরফে।

বিষয়টি গুরুতর আকার নিতেই হিমাংশীর পাশে দাঁড়াল জাতীয় মহিলা কমিশন। সোশাল মিডিয়ায় ট্রোলিংয়ের তীব্র নিন্দা করে কমিশনের তরফে লেখা হয়েছে, ‘জম্মু ও কাশ্মীরে আমাদের জঙ্গি হামলায় দেশ বহু নাগরিককে হারিয়েছেন। এই হামলায় লেফটেন্যান্ট বিনয় নারওয়ালকে তাঁর ধর্ম জিজ্ঞাসা করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় গোটা দেশ মর্মাহত ও ক্রুদ্ধ। তবে এই ঘটনার পর সোশাল মিডিয়ায় তাঁর স্ত্রীর এক মন্তব্যকে কেন্দ্র করে যেভাবে তাঁকে আক্রমণ শানানো হচ্ছে তা দুর্ভাগ্যজনক ও নিন্দনীয়। একজন মহিলাকে তাঁর আদর্শ ও অভিব্যক্তি প্রকাশ করার জন্য এভাবে ব্যক্তিগত আক্রমণ করা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। যে কোনও ধরণের ঐক্যমত বা মতবিরোধ সর্বদা শালীনতার সঙ্গে এবং সাংবিধানিক সীমার মধ্যে প্রকাশ করা উচিত। জাতীয় মহিলা কমিশন প্রতিটি মহিলার মর্যাদা ও সম্মান রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

উল্লেখ্য, পুলওয়ামার পর জম্মু ও কাশ্মীরের মাটিতে সবচেয়ে বড় জঙ্গি হামলার ঘটনা ঘটেছে গত ২২ এপ্রিল। পহেলগাঁওয়ে (Pahalgam) এক রিসর্টে পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা (Terror Assault)। জানা যায়, পর্যটকদের ধর্মীয় পরিচয় দেখে বেছে বেছে হত্যা করা হয়। জানা যায়, এই হামলার সঙ্গে যুক্ত থাকা চার জঙ্গির মধ্যে দু’জন পাকিস্তানি। সরাসরি পাকিস্তানের নারকীয় হত্যাকাণ্ড চালিয়েছিল জঙ্গিরা। এই হামলায় নিহত হন নৌসেনার লেফটেন্যান্ট বিনয় নারওয়াল। মাত্র ৬ দিন আগে বিয়ে হয়েছিল তাঁর। স্ত্রী হিমাংশীকে সঙ্গে নিয়ে কাশ্মীরে হানিমুন করতে গিয়েছিলেন তিনি। জঙ্গি হামলা ও স্বামীর মৃত্যুর পর তাঁর মরদেহের পাশে শোকার্ত হিমাংশী সেই ছবি হৃদয় মুচড়ে দিয়েছিল গোটা দেশের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *