সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একাদশীতেই বিজয়া সম্মিলনী কালীঘাটে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলীয় কার্যালয়ে। শুক্রবার বিকেলে সেখানে দলের সমস্ত জনপ্রতিনিধি ও দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী। মিষ্টি বিতরণের পাশাপাশি করে সকলের সঙ্গে বিজয়ার শুভেচ্ছা বিনিময় হল তাঁর।
কালীঘাটে পার্টি অফিসে বিজয়া সম্মিলনীতে হাজির হলেন দলের সাধারণ কর্মীরাও। তাঁদেরকেও শুভ বিজয়া জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে গৃহকর্ত্রীর মতোই অতিথি আপ্যায়ণ করতে দেখা গেল তাঁকে। পরে মুখ্যমন্ত্রী নিজেই সেই সমাবেশের ভিডিও পোস্ট করেন তাঁর এক্স হ্যান্ডলে। দশমীর বিষণ্ণতার মাঝে সকলের সঙ্গে দেখা হওয়ায় উৎসবের রেশ জিইয়ে রইল বলে নিজের অনুভূতির কথাও লিখলেন দলনেত্রী।
Right this moment at Kalighat, we noticed Bijoya Sammilani with the wholehearted participation of celebration leaders, employees, members of the state administration, the media fraternity, celebrated filmstars, singers, and puja organisers. Although Durga Puja has drawn to an in depth, its radiant… pic.twitter.com/m4IIcVanRh
— Mamata Banerjee (@MamataOfficial) October 3, 2025
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন