সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা লিগে ফের জয় পেল মোহনবাগান। আগের ম্যাচে ক্যালকাটা কাস্টমসের কাছে হারের পর পাঠচক্রকে ৫-২ গোলে হারাল ডেগি কার্ডোজোর দল। হ্যাটট্রিক করণ রাইয়ের। এমনিতে সুপার সিক্সের আশা কার্যত অনিশ্চিত হয়ে গিয়েছে সবুজ-মেরুনের জন্য। খাতায়-কলমে এটাই ছিল গ্রুপ পর্বে মোহনবাগানের শেষ ম্যাচ।
নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে ৬ মিনিটের মাথায় মোহনবাগানকে এগিয়ে দেন পাসাং দোরজি তামাং। তবে কিছুক্ষণের মধ্যেই গোল হজম করে তারা। ১৫ মিনিটে সমতা ফেরায় পাঠচক্র। ২৪ মিনিটে মোহনবাগানকে এগিয়ে দেন করণ রাই। ৪৫ মিনিটে গোল করেন পীযূষ। প্রথমার্ধে ৩-১ গোলে এগিয়ে ছিল সবুজ-মেরুন। দ্বিতীয়ার্ধের শুরুতেই করণের গোল। আর ৬৫ মিনিটে হ্যাটট্রিক করেন তিনি। ৬৯ মিনিটে পাঠচক্র আরেকটি গোল শোধ করলেও মোহনবাগানের জন্য আর বিপদ বাড়েনি। শেষ পর্যন্ত ৫-২ গোলে জেতে ডেগি কার্ডোজোর দল।
পাঠচক্রকে হারিয়ে ১০ ম্যাচে ১৭ পয়েন্ট মোহনবাগানের। লিগ টেবিলে তারা রয়েছে পঞ্চম স্থানে। বিতর্কিত মেসারার্স ম্যাচ নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। বর্তমান সূচি অনুযায়ী, পাঠচক্র ম্যাচটাই গ্রুপে মোহনবাগানের শেষ ম্যাচ। অন্যদিকে মরশুমটা ভালো শুরু করেও শেষ পর্যন্ত সুপার সিক্সের থেকে বেশ খানিকটা দূরেই থামতে হল পাঠচক্রকে। শেষ তিনটি ম্যাচ হেরেছে তারা। কোচ পার্থ সেনের আকস্মিক প্রয়াণের ফলেই পাঠচক্রকে সমস্যায় পড়তে হল বলে মনে করছেন অনেকে।