সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়াশিংটনের পর চিকাগো। এবার আমেরিকার এই শহরটিতেও ন্যাশনাল গার্ড মোতায়েনের পরিকল্পনা করছে মার্কিন প্রশাসন। শনিবার এমনটাই দাবি করা হয়েছে প্রথম সারির এক মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, ওয়াশিংটনের মতো চিকাগোও হল ডেমোক্রাট শাসিত রাজ্য। তাহলে কি ফের বিরোধী কণ্ঠ রোধ করতেই এমন সিদ্ধান্ত নিতে চলেছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প? এই প্রশ্নটিই এখন উঠতে শুরু করেছে।
মার্কিন সংবাদমাধ্যমের ওই প্রতিবেদন অনুযায়ী, আমেরিকার বিভিন্ন প্রান্তে আইনশৃঙ্খলার যে অবনতি হয়েছে এবং যেভাবে অপরাধের হার বাড়ছে, তাতে লাগাম টানতে বদ্ধপরিকর ট্রাম্প। সেই মতো এবার চিকাগোতেও ন্যাশনাল গার্ড মোতায়েনের পরিকল্পনা করছে মার্কিন প্রশাসন। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, “গোটা চিকাগো সমস্যায় ভরা। শহরের মেয়র যে অরাজগতা তৈরি করে রেখেছে, তা কল্পনাতীত। আমরা তা ঠিক করে দেব।” শনিবার পেন্টাগন একটি বিবৃতিতে জানায়, ‘আমাদের পরবর্তী কার্যক্রম এখনই প্রকাশ্যে আনছি না। তবে সরকারি সম্পত্তি রক্ষা এবং কর্মীদের সুরক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সেই মতো আমাদের কিছু পরিকল্পনা রয়েছে।’
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]