সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এসআইআরের বিরোধিতায় সোমবার দিল্লিতে বিরোধীদের নির্বাচন কমিশন দপ্তর ঘেরাও কর্মসূচিতে নজিরবিহীন অশান্তি। কমিশনের দপ্তরে মিছিল পৌঁছনোর আগেই দিল্লি পুলিশের দমনপীড়নের জেরে অসুস্থ হয়ে পড়েছিলেন বেশ কয়েকজন মহিলা সাংসদ। সেই তালিকায় ছিলেন তৃণমূলের মহুয়া মৈত্র, মিতালি বাগরা। এই ঘটনার তীব্র নিন্দা করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, আসলে নির্বাচন কমিশনের কাছে এসআইএর নিয়ে কোনও সদুত্তর নেই। তাই বিরোধীদের মুখোমুখি হচ্ছেন না কমিশনের কর্তারা।
এর পাশাপাশি অভিষেক বড়সড় একটি দাবিও তোলেন। তাঁর মতে, যদি আপনারা ঠিক হন অর্থাৎ যদি মেনে নেওয়া হয় যে ভোটার তালিকায় কারচুপি হয়েছে, তাহলে প্রথম পদক্ষেপ হওয়া উচিত, তৎকালীন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া। কারণ, তাঁর নেতৃত্বেই ২০২৪ সালে লোকসভা ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার তৈরি হয়েছে, যা অবৈধ বলে গণ্য হওয়া উচিত। যদি তা করা হয়, তবে গোটা দেশের মানুষ এসআইআরকে স্বাগত জানাবেন বলে মত অভিষেকের।
মঙ্গলবার সকালে দিল্লি যাওয়ার পথে দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূল সাংসদ তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।