এশিয়া কাপ থেকে নাম তুলে নিল পাকিস্তান, একই পথে আরেক দেশও

এশিয়া কাপ থেকে নাম তুলে নিল পাকিস্তান, একই পথে আরেক দেশও

স্বাস্থ্য/HEALTH
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্ভাবনা ছিলই। জল্পনায় সিলমোহর দিয়ে ভারতে আয়োজিত এশিয়া কাপ হকি থেকে নাম তুলে নিল পাকিস্তান। একই সিদ্ধান্ত নিয়েছে ওমানও। দুই দেশেরই দাবি, নিরাপত্তা সংক্রান্ত কারণেই ভারতে খেলতে আসতে চায়নি তারা। তাই এই দুই দেশকে বাদ দিয়েই বুধবার ঘোষিত হয়েছে এশিয়া কাপ হকির সূচি।

আগামী বছর নেদারল্যান্ডস এবং বেলজিয়ামে বসতে চলেছে বিশ্বকাপের আসর। তার আগে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব এই এশিয়া কাপ। তবে পহেলগাঁও হামলা এবং অপারেশন সিঁদুরের পর থেকেই প্রশ্ন ওঠে, ভারতের মাটিতে কি খেলতে আসবে পাক দল? শেষ পর্যন্ত ভারত সরকার পাক দলকে ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিদেশমন্ত্রক। কিন্তু ভিসা পাওয়ার পর বেঁকে বেসেছে পাকিস্তানই। পাক হকি ফেডারেশনের তরফে হকি ইন্ডিয়াকে জানিয়ে দেওয়া হয়েছে, তারা ভারতে দল পাঠাতে পারছে না। সে দেশের সরকারও নাকি ভারতের অনুরূপ অবস্থান নিয়েছে। পাকিস্তানও ভারতে কোনওরকম দল পাঠাতে নারাজ। যার ফলে এশিয়া কাপে খেলা হচ্ছে না পাকিস্তানের। একই পরিণতি ওমানেরও।

হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট দিলীপ কুমার তিরকে জানিয়েছেন, ভারত চেয়েছিল পাকিস্তান খেলতে আসুক। কিন্তু পাক ব্রিগেড নিজেরাই না খেলার সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানের পরিবর্তে খেলবে বাংলাদেশ। অন্যদিকে ওমানের পরিবর্ত হিসাবে এশিয়া কাপে সুযোগ পেয়েছে কাজাখস্তান। ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। দু’টি পুলে ভাগ করা হয়েছে আটটি দলকে।

চিনের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করবে ভারত। এছাড়াও মেন ইন ব্লুর প্রতিপক্ষ জাপান এবং কাজাখস্তান। দু’টি পুলের প্রথম দুইয়ে থাকা দল চলে যাবে সুপার ফোরে। সেখান থেকে সেরা দুই দলের মধ্যে ফাইনাল খেলা হবে। সূচি ঘোষণার দিনই ঘোষিত হয়েছে ভারতীয় দলও। অভিজ্ঞ ড্র্যাগ ফ্লিকার হরমনপ্রীত সিংয়ের নেতৃত্বে খেলবে ১৮ সদস্যের ভারতীয় দল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *