সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কুয়েতে ইতিহাস ভারতীয় ফুটসল দলের। বুধবার এশিয়ান কাপ কোয়ালিফায়ারে মঙ্গোলিয়াকে ৩-০ গোলে হারিয়ে আন্তর্জাতিক ফুটসলে প্রথম জয় পেল ভারত। এটা আন্তর্জাতিক মঞ্চে প্রথম জয়ই নয়, ভারতীয় ফুটসলের ইতিহাসে প্রথম কোনও ম্যাচে ক্লিন শিট রাখল ভারতীয় দল। আরদিয়ার কুশাইয়ান আল-মুতাইরি হলে মুষ্টিমেয় ভারতীয় সমর্থক উপস্থিত ছিলেন এদিন। তাঁরই এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলেন।
১৯৩০-এর দশকে দক্ষিণ আমেরিকায় খেলাটির উদ্ভাবন হলেও, ১৯৮৯ সালে ফিফা অফিসিয়ালি ফুটসলকে স্বীকৃতি দেয়। বিশ্ব র্যাঙ্কিংয়ে ভারতের থেকে ২৫ ধাপ এগিয়ে ১১০ নম্বরে মঙ্গোলিয়া। তাদের বিরুদ্ধে উজ্জীবিত মনোভাব নিয়ে খেলতে দেখা যায় ভারতীয় দলকে। ১৭ মিনিটে সিওন ডি’সুজার গোলে এগিয়ে যায় ভারত। প্রথমার্ধে আর কোনও গোল হয়নি।
দ্বিতীয়ার্ধে মঙ্গোলিয়া সমতা ফেরানোর চেষ্টা চালালেও আগ্রাসী মনোভাব বজায় রাখতে পিছুপা হননি রেজা কোর্দির ছেলেরা। ৩৩ মিনিটে পালটা আক্রমণে আরও একটি গোল পান ডি’সুজা। ২ মিনিট পর আনমোল অধিকারী জয়সূচক গোল করেন। এর ফলে ১৪ বছরেরও বেশি আন্তর্জাতিক ফুটসল অভিজ্ঞতা সম্পন্ন মঙ্গোলিয়ার বিরুদ্ধে জিতে প্রথম আন্তর্জাতিক জয় পেল ভারত। ২০২৩ সালে আন্তর্জাতিক ফুটসলে প্রতিদ্বন্দ্বিতা শুরু করেছে ভারতীয় দল। দু’বছরের মধ্যে ভারতের এহেন সাফল্য কদর পাচ্ছে ওয়াকিবহাল মহলের।
দু’টি গোল করে ম্যাচের সেরা নির্বাচিত হন সিওন ডি’সুজা। তিনি বলেন, “সত্যিই অসাধারণ মুহূর্ত! দলের জন্য গর্বিত। এটা ফুটসলে আমাদের প্রথম জয়। দু’টি গোল করে অবদান রাখতে পেরেছি। কোচ, সতীর্থ, ফিজিও, সাপোর্ট স্টাফ এবং অবশ্যই কুয়েতে থাকা ভারতীয় সমর্থকদের প্রতি কৃতজ্ঞ। তাঁরা প্রতিটি ম্যাচে আমাদের সমর্থন করে এসেছেন। গোলগুলি মা-বাবাকে উৎসর্গ করছি।” উল্লেখ্য, এর আগে বাছাই পর্বের ম্যাচে আয়োজক দেশ কুয়েতের কাছে ১-৪ এবং অস্ট্রেলিয়ার কাছে ১-১০ গোলে হেরে গিয়েছিল ভারত। সেই হার থেকে শিক্ষা নিয়ে মঙ্গোলিয়ার বিপক্ষে স্মরণীয় জয় পেল।
Historical past is made! India’s first-ever worldwide futsal victory! #MNGIND #ACFutsal2026 #FutsalTigers pic.twitter.com/11prYdEoKS
— Indian Soccer Staff (@IndianFootball) September 24, 2025
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন