সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের পর থেকে বউয়ের বিলাসবহুল জীবনযাত্রার জন্য অর্থ জোগাড় করতে পারছিলেন না। এরপরই এক কঠিন সিদ্ধান্ত নেন বিবিএ (BBA) পাশ যুবক। আরও বেশি টাকা রোজগারের জন্য চাকরি ছেড়ে দিয়ে চুরি করা শুরু করেন তিনি। তবে তাঁর সেই কাজ বেশি দিন চলল না। অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন ওই চোর।
পুলিশের তরফে জানানো হয়েছে, ওই যুবকের নাম তরুণ পারেক। তিনি রাজস্থানের জমওয়ারমগড় গ্রামের বাসিন্দা। বিবিএ পাশ করার পর একটি কোম্পানিতে চাকরি করতেন তিনি। একমাস আগেই বিয়ে হয় তাঁর। তবে বিয়ের পর থেকে স্ত্রীর বিলাসবহুল জীবনের চাহিদা মেটাতে অপারগ হচ্ছেলেন তিনি। এরপরই চুরি করার সিদ্ধান্ত নেন। তারপর থেকেই জয়পুরে এসে চুরি করতে থাকেন তিনি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি জয়পুরের ট্রান্সপোর্ট নগর এলাকায় একটি চেন ছিনতাইয়ের ঘটনা ঘটে। দিমের আলোয় এক মহিলার গলা থেকে চেন ছিনতাই করা হয়। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ তরুণের নাম জানতে পারে। সিসিটিভি ফুটেজ দেখে তরুণকে চিহ্নিত করে। এরপর অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়। অবশেষে শুক্রবার তরুণকে গ্রেপ্তার করা হয়। তদন্তকারী আধিকারিকদের তরফে জানানো হয়েছে, অভিযুক্ত আর কোনও চুরি-ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত কিনা, সেই বিষয়ে জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।