এবার ভাতে মারার কৌশল! জঙ্গির পরিবারের ২ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত কাশ্মীরে

এবার ভাতে মারার কৌশল! জঙ্গির পরিবারের ২ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত কাশ্মীরে

রাজ্য/STATE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে যখন উপত্যকায় ‘অপারেশন মহাদেব’ চালাচ্ছে সেনা ও জম্মু ও কাশ্মীর পুলিশ, সেই একই সময়ে সন্ত্রাসবাদের কোমর ভাঙতে জঙ্গিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সংগঠনগুলিকে আর্থিকভাবে কমজোরি করছে প্রশাসন। শনিবারই জঙ্গি হিসাবে চিহ্নিত সাজাদ আহমেদ শেখ ওরফে সাজাদ গুলের পরিবারের ২ কোটি টাকা অর্থমূল্যের তিনতলা বাড়ি বাজেয়াপ্ত করেছে কাশ্মীর প্রশাসন।

শ্রীনগরের এইচএমটি এলাকায় রোজ অ্যাভিনিউতে রয়েছে বাড়িটি। খাতায়কলমে জঙ্গি সাজাদ গুলের বাবা গুলাম মহম্মদ শেখের নামে রয়েছে ওই সম্পত্তি। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মোট বাজেয়াপ্ত জায়গা ২৭২.২৫ স্কয়ার ফুট। পরিমপোরা থানায় ইউএপিএ-এর ২৫ নং ধারায় মামলা দায়ের হয়েছিল। তার ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বিপুল পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

তদন্তে সূত্রে জানা গিয়েছে, সম্পত্তি বাবার নামে থাকলেও সাজাদ গুল একজন সক্রিয় জঙ্গি। সন্ত্রাস সম্পর্কিত কার্যকলাপে ওই সম্পত্তি ব্যবহার করত সে। পুলিশ জানিয়েছে, গুল অনলাইন নেটওয়ার্ক এবং সোশাল মিডিয়া চ্যানেলের মাধ্যমে ভারত-বিরোধী প্রচার চালাত। এছাড়াও সহিংসতা উসকে দেওয়া এবং সন্ত্রাসবাদকে সাহায্য করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পুলিশের বক্তব্য, এই পদক্ষেপ কাশ্মীরে সন্ত্রাসবাদে আর্থিক ও অন্যান্য স্থানীয় সাহায্য বন্ধ করার ক্ষেত্রে এক বৃহত্তর পদক্ষেপ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *